Post
Topic
Board Other languages/locations
Re: এসএসডি
by
Bd officer
on 06/11/2023, 14:12:13 UTC
তো কথা হলো আমি ভাবতেছি একটা External Portable SSD (250-500 GB) কিনবো। Ryans এ দেখলাম, তাদের কাছে বেশ কিছু ভালো ভালো মানের এসএসডি আছে। সাইজে খুবই ছোট, দেখতেও সুন্দর, পোর্টেবল, এই একটা পেনড্রাইভের মতো হবে। তার উপর কম্পিউটার আর ফোনে দুইটাই সাপোর্ট করে। মানে একপাশে USB পোর্ট আরেক পাশে Type-C পোর্ট। এসএসডি গুলোর read-write স্পিডও ভালো। আরামসে যেকোনে ভার্সনের উইন্ডোজ মেরে ব্যবহার করতে পারবেন। ফোনে বা ল্যাপটপে ক্রিপ্টো রিলেটেট কিছু না রেখে, একটা এক্সটারনাল ড্রাইভে সব রাখা আমার কাছে বেশি সুবিধাজনক মনে হয়। কোনো সমস্যা হলেও, খুব সহজে সব সরায় ফেলা যাবে।
ভাই এটটা বুঝি না, কখনো এই ধরনের কোন কিছুই কখনো ব্যবহার করি নাই। বর্তমানে ফোন উইজ করতেছি। কম্পিউটার বা ল্যাপটপ থাকলে অনেক সুবিধা পেতাম।

snip~
ভাই আপনি কোট করতে কিছু টা ভুল করে ফেলেছেন। পোস্ট এডিট করে ঠিক করে দিলে ভালো হবে। ২ জনের পোস্ট আপনি একত্রে করে ফেলেছেন।


যদি সময় পাই, এন্ড্রয়েড ইউজারদের জন্য দেখবো। শুধুমাত্র কেউ ইন্টারেস্টেড হলে। নয়তো হুদাই সময় নষ্ট।
ভাই সময় পেলে লিখার চেষ্টা করবেন। আরও অনেকেই তারা কি বলবে জানি না, যেহেতু আমি নিজে ফোন ইউজ করি, আমার পক্ষে ভালো হবে।


Congratulations @HelliumZ।
আজকে আমাদের লোকাল থ্রেডে একজনের পদোন্নতি হয়েছে এটা অনেক ভালো লাগছে। @HelliumZ ভাই কে বিশেষ ভাবে অভিনন্দন জানাই। আপনি আরও অনেক বড় র‍্যাংকে পদোন্নতি করবেন এই প্রত্যাশা করি।