PGP
ভাই আমার সময় হয়নাই পিজিপি ইনক্রিপশনটি টেস্ট করার, তবে টেস্ট করার আগে যদি দুই-চারটা কনফিউশন যদি ক্লিয়ার করে দিতেন তাহলে ভালো হতো।
দুঃখিত আমি আসলে এ সম্পর্কে বেশি কিছু জানিনা তাই পিজিবি বিষয়টা কি সেটা জানতে চেয়েছিলাম?
আপনি যদি ভাই একটু কষ্ট করে অলরেডি কোট করা পোস্টে ক্লিক করতেন তাহলেই পেয়ে যেতেন যে PGB কি। আমাদের Learn Bitcoin এর আগে এটা নিয়ে একটি টিউটোরিয়াল করেছে সেটি আমি আবার কোট করে দিলাম।
পিজিপি কি?পিজিপিএর ফুল ফরম হলো প্রিটি গুড প্রাইভেসি। এটা এমন একটা টেকনোলোজি যেটা ব্যাবহার করে আপনি নির্দিষ্ট কাউকে এনক্রিপ্টেড মেসেজ পাঠাতে পারবেন। এই ম্যাসেজ সেই নির্দিষ্ট ব্যাক্তি বা ফিংগারপ্রিন্ট হোল্ডার ব্যাতিত অন্য কেউ ডিক্রিপ্ট করতে পারবে না। পিজিপি কোনো গুরুত্বপূর্ণ জানতে
এই পোষ্ট টি পড়তে পারেন।
এটা কি কোন কোন ওপেন সোর্স সফটওয়্যার যেটার মাধ্যমে যে কোন ফাইল ইনক্রিপশন বা ডিক্রিপশন করা যাবে?
আর সেটি যদি না হয়ে থাকে তাহলে ওই সফটওয়্যার গুলো ব্যবহার করা কতটুকু নিরাপদ?
উপরে Learn Bitcoin ভাইয়ের যে পোস্টটি কোট করেছি সেই পোস্টটি ভিজিট করলে দেখতে পাবেন অলরেডি সেখানে একটি সফটওয়্যার (
Gpg4win) ব্যবহার করার টিউটোরিয়াল দেখিয়ে দিয়েছেন। আর এটির মাধ্যমে আপনি মেসেজ থেকে শুরু করে ফাইল এনক্রিপশন এবং ডিক্রিপশন দুটি করতে পারবেন।

আমার জানা মতে এটি একটি ওপেন সোর্স সফটওয়্যার, এটি ওপেন পিজিবি এর স্ট্যান্ডার্ড ফলো করে। আর তাছাড়া এটি পিজিবি রিলেটেড সফটওয়্যার গুলোর মধ্যে জনপ্রিয় গুলির মধ্যে একটি, তাই আমার মনে হয় এটাতে ট্রাস্ট করা যেতে পারে।