আমি ব্যক্তিগতভাবে vaultka এয়ারড্রপের টোকেনগুলো স্টেকিং-এ রেখে দিয়েছি। কারণ আমি মনে করি, টোকনটি $১ কিংবা এর কাছাকাছি যেতে পারে। যেহেতু esVKA এর vesting আছে, তাই VKA টোকেনের মূল্য $0.50 স্পর্শ করলে, আমি vesting এ দিবো, যেন esVKA টোকেনকে VKA টোকেনে পেতে পারি।
টুইট লিংক: https://twitter.com/officialbitbyte/status/1720043359941894562গত পোষ্টে আমি Vaultka প্রজেক্টটির $VKA টোকেনটি নিয়ে আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যারা ক্রয়ও করেছিলেন, তারা এখন ৩৫% লাভে রয়েছেন এবং আমার মতো যারা TGE/IDO তে ক্রয় করেছি, তারা মোটোমোটি 2x লাভে রয়েছে। তাদের আরো কিছু পার্টনারশিপ এবং প্রডাক্ট আসবে সামনের দিনগুলোতে। আশা করি, এটির মূল্য আরো বৃদ্ধি হতে পারে। বাকি সকলে নিজেদের বিশ্লেষণ শেষে ক্রয়-বিক্রয় করুন এবং আপনার লাভ কিংবা ক্ষতির জন্য কেউ অংশীদ্বার হবে নাহ।

Coignecko লিংক:
https://www.coingecko.com/en/coins/vaultkaগত পোষ্টের পরও যদি কেউ ক্রয় করে থাকেন, তাহলে তাদেরকে জানাই অভিনন্দন। $VKA টোকেনটির মূল্য বর্তমানে $0.24+ চলতেছে এবং এটি প্রায় ২৫% বৃদ্ধি পেয়েছে। যদিও বর্তমানে আমি 2.4x লাভে রয়েছি, যেহেতু TGE/IDO এর সময় ক্রয় করেছি। আমি এখনো আমার পূর্ব পরিকল্পনা অনুযায়ী টোকেনটি হোল্ড করতেছি, দেখি কি হয় সামনের দিনগুলোতে।

আজকের দিনটিতে যেমন অনেক পুরাতন কয়েন/টোকেনগুলো বৃদ্ধি পাইতেছে, সেইসাথে মার্কেটের কিছু অল্ট প্রজেক্ট স্ক্যাম করেছে, অনেক প্রোটকল হ্যাক হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় হ্যাক হলো, জাস্টিন সানের Poloniex এক্সচেঞ্জটির হট ওয়ালেট হ্যাক হয়েছে এবং প্রায় ৬৫ মিলিয়নের সমপরিমাণ বিভিন্ন টোকেন ও কয়েন চুরি হয়েছে।
জাস্টিন সান হ্যাকারকে প্রথমত ৫% বাউন্টির অফার দিয়ে, বাকি অর্থ ফেরত দেওয়ার কথা টইটে জানিয়েছিল:
https://twitter.com/justinsuntron/status/1722951876986204259সর্বশেষ টুইট অনুযায়ী, Poloneix টিম ইতিমধ্যে হ্যাকারের ওয়ালেটের গতিবিধি অনুযায়ী অন্যান্য ওয়ালেট শনাক্ত করতে পেরেছে এবং সেটিকে ফ্রিজ করা হয়েছে। আর Poloniex টিম বর্তমানে নিজেদের revenue থেকে ক্ষয়-ক্ষতি পূরণ করতে পারবে।
টুইট:
https://twitter.com/justinsuntron/status/1723008641433784695