ভাই যা গেছে তো গেছেই। সেটা নিয়ে আফসোস করে কোনো লাভ নাই। অনেকে ভাবে, ২ টাকায় বিক্রি না করে যদি আর দুইটা দিন হোল্ড করতাম তাহলে ৫ টাকায় হয়তো বিক্রি বিক্রি করতে পারতাম। আবার ৫ টাকার বন্দাও ঐ একই কথা ভাবে, যদি আর দুইটা দিন হোল্ড করতাম। ইসস কত বড় ভুল করে বসলাম। আমার কথা হলো যদি ৫০% ও লাভে থাকে তাহলে বিক্রি করে দেয়া উচিত। অন্ততপক্ষে লস তো হচ্ছে না। কারন ক্রিপ্টো মার্কেট কখন তার খেলা দেখায় দিবে কেউ জানেনা। তবে এক্সপার্ট ট্রেডার হলে বিষয়টা আলাদা। তাদের মার্কেট সম্পর্কে যে ধারনা আছে, সেটা আমাদের মতো ছোট ট্রেডারদের নাই (কাউকে উল্লেখ করে বলিনি কথাটা)।
ভাই এটা সত্যি কথা যে জিনিসটা আমাদের কাছ থেকে চলে যায় সে জিনিসটা কখনোই আমাদের কাছে ফিরে আসে না। তাই আমরা যখন সিদ্ধান্ত নিব অবশ্যই আমাদেরকে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে নয়তো পরে আফসোস করা ছাড়া আর কোন উপায় থাকবে না। তারপরও বলবো আপনার কষ্ট হবে তারপরও ধৈর্য ধরুন যেহেতু আপনি বিক্রি করে ফেলেছেন এখানে তো আর কিছু করার নেই। যদি আপনি ওই বিষয়ে যত মনে করবেন তত কষ্ট পাবেন সব চাইতে ভাল হবে আপনার মনে করবেন না। যেহেতু আপনি ২ টাকায় বিক্রি করে ফেলেছেন এখন ৫ টাকার কথা চিন্তা করে লাভ নাই। অতএব ধৈর্য ধরেন দেখবেন সামনের দিন আরো ভালো আসবে ভালো কিছু করতে পারবেন।