Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Z_MBFM
on 12/11/2023, 14:27:09 UTC
বর্তমানে  কিছুক্ষণ আগে এই Enjin এর প্রাইজ  মোটামুটি একটা ভালো ডাউন দিয়েছে সরাসরি ৩১ সেন্ট থেকে  ২৯  এর নিচে নেমে গিয়েছে। তো  এই বর্তমান সময়ে  যদি কেউ ৪২৯.১৮টি Enjin কয়েন কিনতে চায় তার জন্য  ১২২+. ডলার সমপরিমাণ লাগবে।  আর ২২ ডলার এর  রিস্ক নিয়ে এই  জার্নিতে সরাসরি যুক্ত হয়ে যেতে পারেন।
আচ্ছা ভাই, আপনার কি মনে হয় যে আপনি যখন কয়েন কেনেন তার পর থেকেই মার্কেট ডাউন হয়ে যায়? আমার কেনো জানি এটা মনে হয়। তবে এবার আমি ডাউন হওয়ার পর আরো কিছু কয়েন কিনলাম। আর প্ল্যান আছে যে আবার ডাউন হলে আরো কিনবো। অনেকটা ডি সি এ এর মতো করে ইনভেষ্ট করার প্ল্যান আছে। তবে আমার একটা নির্দিষ্ট টার্গেট আছে, এই এমাউন্ট এর বেশি ইনভেষ্ট করবো না। প্রতিবারই বাই সেল এর একটা ঝামেলার মধ্যে পড়ে গিয়ে লস করে মার্কেট থেকে বের হই, তবে এবার লস এ সেল করবো না কোনো ভাবেই। যতো লসে যাবো, আরো বেশি করে একই কয়েন কিনবো। যা আছে কপালে  Smiley
ভাই মনের কথা কইছেন মার্কেটে সব সময় দেখি যে মার্কেট পাম্প হইতাছে আবার মাঝে মাঝে কিছু কিছু কয়েন অনেক ভালো পারফর্ম করতে দেখি এবং বেশ কিছুদিন সেই কয়েনগুলোর উপরে নজর রাখার পরে যখন ইনভেস্ট করি তারপর থেকে কমতে শুরু করে সেটা বিটকয়েন হোক কিংবা আল্টকয়েন। আমি বেশ কিছুদিন ফিউচার ট্রেনিং ও করছি সেটার ক্ষেত্রেও একই পরিস্থিতি। যখন ইনভেস্ট করার আগে কোন কিছু চিন্তা করি যে এই কয়েন এরকম হবে ফলাফল দেখি সেরকমই হয়। কিন্তু যেইমাত্র আমি কোন এন্ট্রি নেই তারপরেই দেখি আমার এন্ট্রির বিপরীত দিকে প্রেডিকশন কাজ করে। আমি মাঝে মাঝে এর কারণে ভাবি যে আমার ভাগ্য খারাপ এর কারণেই সব সময় আমার সাথে এরকম হয়। তবে যার সাথে কথা কই সেই কয় যে তার সাথে নাকি এরকমই ঘটে। আসলে ভাই ব্যাপারটা কি? এইগুলা কি আসলে আমাদের প্রেডিকশনের ভুল, নাকি আমাদের কপালই খারাপ, নাকি মার্কেট সব সময় আমাদের বিরুদ্ধে কাজ করে আমাদের ক্ষতি করার জন্য হা হ... এই বিষয়গুলোর জন্য হাসিও আসে আবার দুঃখও লাগে  Undecided

আমি বিটকোইন্টক এ নতুন আমার উচ্চ মানের পোস্ট এবং মেরিট উপার্জন এর জন্য করণীয় কি।
আপনি বলতেছেন যে আপনি এই ফোরামের নতুন কিন্তু আমি বলবো যে আপনি এই ফোরামে নতুন না। যদি নতুনই হইতেন তাহলে এখন খুলে সারতে পারেন নাই প্রথম পোস্টেই এমন প্রশ্ন করতেছেন। আপনি যদি নতুন হন তাহলে জানেন কেমনে যে ভালো পোস্ট করতে হবে মেরিট পেতে হবে তাইলে অ্যাকাউন্টের রাঙ্ক বাড়বে। আপনি একাউন্ট খুলে সারতে পারেন নাই আপনি ভালো কোয়ালিটি পোস্ট আর মেরিট নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। এই বিষয়গুলা আসলেই ভাই আমাদেরকে অনেক কিছুই ভাবায়। তবে এগুলো নিয়ে আর বেশি কিছু বলার নাই। বাংলা বোর্ডের পোস্ট করা আগের পোস্টগুলা দেখেন সবকিছুই খুইজা পাবেন ভাই। কারণ এইসব বিষয় নিয়ে ১০০ বারের কম আলোচনা করা হয় নাই।  তাই একই জিনিস বারবার বলতে বোরিং লাগে। আপনি কিভাবে ভাল পোস্ট করবেন এটা আপনার উপর নির্ভর করবো। আর আপনি কিভাবে মেরিট পাবেন এইটা জানতে হলে আগের পেজ গুলা পড়েন। আর আপনি যদি নিজেই এইগুলা খুইজা বের করে পড়তে পারেন তাইলে ভাই আমি মনে করি আপনার মেরিট পাওয়া কেউ আটকাতে পারবেনা। ততক্ষণের মধ্যে আপনার মধ্যে এমন অভিজ্ঞতার সৃষ্টি হইবো যে আপনি এমনিতেই মেরিট পাবেন। এই বিষয়ে অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না