অবশেষে ভালো একটি পোষ্ট পাইলাম নোটিফিকেশনে। যাইহোক বলার কিছু নাই, কারণ আমি যতবার বলেছি, ততবারে অনেক কাহিনী হয়েছে। এইজন্য নিজের মতো করে নিজের পোর্টফোলিও বৃদ্ধি করতাছি। যদিও অনেক পোষ্ট করতে মন চায়, কিন্তু ওইসব মেরিট ফার্মারদের জন্য ইচ্ছাটাই মরে যাচ্ছে।
নোটিফিকেশনে কেমনে পাইলেন ভাই? আপনাকে তো কেউ কোট বা মেনশন করে নাই

মেনশন করলেই যে, নোটিফিকেশন পাওয়া যাবে এমন তো নাহ

এই থ্রেডিটিকে আমি
Bitcointalk SuperNotifier বটে ট্রাকিং এ রেখেছি, তাই যখনই কেউ পোষ্ট করে, আমি বটের মাধ্যেমে নোটিফিকেশন পাই। জানি নাহ, আপনি ওই ফিচার ব্যবহার করেন কি নাহ, কিংবা এত কিছুর মধ্যে ভুলেই গেছেন যে, এমন ফিচারও আছে।