Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
DYING_S0UL
on 25/11/2023, 06:44:01 UTC

ধন্যবাদ লিংকটার জন্য। আমি জানতামই না কিভাবে এসবের হিসাব করা হয়। নতুন একটা জিনিস শিখলাম আজ। তবে হঠাৎ বিটকয়েনের গ্যাস ফি এতো বেড়ে গেলো কেনো? হালভিং তো এখনো শুরুই হয়নি। সাপ্লাই এন্ড ডিমান্ড একটা কারণ হতে পারে। তবে আরো একটা কথা শুনলাম, আমার ঠিক মনে নাই বাট, "Bitcoin Ordinals NFT"। এটা আসলে কি? কেউ বুঝায় দিতে পারবেন? আমার এবিষয়ে তেমন জানাশোনা নাইা।

এ অবস্থায় এর অলটারনেটিভ কিছু আছে?

অনেকে সাজেস্ট করতেছে, ViaBTC free accelerator ব্যবহার করার জন্য। তবে এটা কিভাবে ব্যবহার করে, কিভাবে কি কিছুই জানিনা। কেউ এই টুলস কি ব্যবহার করছেন আগে?