Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 25/11/2023, 08:41:53 UTC
আমার মনে হয় না বাংলাদেশ থ্রেড এর কেউ এখানে কোনো টোকে রেখেছে। আর মানুষ কোনো প্রকার Dex কিভাবে ব্যালেন্স রাখে? আমার তো জানা নাই। কারন আমি Dex তেমন একটা ব্যাবহার করি নাই। যতো সেন্ট্রালাইজ্ড এক্সচেন্জ এর বিরুদ্ধে বলি না কেনো, যখন বুঝতাম না এর উপকার বা অপকার কি, তার আগেই একাউন্ট করে ফেলেছি। তাই আপাতত সেসব এক্সচেন্জ ই ব্যাবহার করছি। এক্সচেন্জ এ সাধারনত বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টো ঢুকাই শুধুমাত্র এক্সচেন্জ বা বাই/সেল করার জন্য। সেখানে ব্যালেন্স রাখার কোনো প্রয়োজন পড়ে না। তবে খুব রিসেন্টলি কিছু টোকেন/কয়েন কিনেছি, যেগুলো এখনো কোথাও মুভ করিনি। কাইবার সোয়াপ খুব পপুলার না, তবুও যারা হ্যাকিংয়ে ভেতরে পড়ে গেছে, তাদের আসলে কপাল খারাপ। এজন্যই নিজের ওয়ালেটে কয়েন রাখা জরূরী। নিজের ভূলে হ্যাক হলে নিজেরে বুঝাইতে পারবেন। অন্যের ভুলে হ্যাক হলে নিজেরে বুঝাইতে পারবেন না।
বর্তমানে আমার সিচুয়েশন অনেকটাই এমন যে  ডিসেন্টালাইজ এক্সচেঞ্জার হোক বা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার হোক  কোনটাই ব্যবহার করা নিরাপদ না।  আগে ট্রাস্ট ওয়ালেট এর থাকা নানান অল্ট কয়েন গুলো  এক্সচেঞ্জ বা সোয়াপ করার জন্য DEX  একচেঞ্জার গুলোতে ওয়ালেটটা কানেক্ট করতে হতো।  এতে করেও তো ওই বিষয়টা থাকলো না নট ইওর কিস নট ইওর কয়েন।  আর সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার গুলোর কথা বললে তো সেখানে আপনার কোন কন্ট্রোলই নাই সব কন্ট্রোল সেন্ট্রাল এর হাতে।
এখন কথার মধ্যে কথা হইলো গিয়া  যতদিন না পর্যন্ত  এই দুনিয়া প্রপারলি বিটকয়েন এর পেয়ার টু পেয়ার  ডিসেন্টালাইজেশন  এ অভ্যস্ত  হবে না ততদিন পর্যন্ত আমাদেরকে ইচ্ছা বা অনিচ্ছায় এদেরকে ব্যবহার করে যেতেই হবে। Tongue

কিছু ওয়ালেট এ কিন্তু ইন বিল্ট এক্সচেন্জার থাকে। যেমন এটমিক ওয়ালেট। আমি এটা অনেকদিন ব্যাবহার করেছিলাম ডেস্কটপে। পরে যখন সেখানের ব্যালন্স ০ হলো, কয়েকদিন পর দেখলাম এটমিক ওয়ালেট ইউজারদের ব্যালেন্স সমানে হ্যাক হচ্ছে। তারপর থেকে এটা আর ব্যাবহার করার সাহস করতে পারিনি। আমি আপাতত ওপেন সোর্স মাল্টি কারেন্সি ওয়ালেট খুজতেছিলাম। যেগুলো ওপেন সোর্স পাচ্ছি, সেগুলোতে আমার পছন্দের কয়েন/টোকেন নাই। আর যেগুলো তে সব কয়েন/টোকেন আছে, সেগুলো ক্লোসেড সোর্স ওয়ালেট। এর আগে ট্রাস্ট ওয়ালেট ব্যাবহার করতাম। এখন হাতে আরো দুইটা অপশন আছে, একটা হলো সেফপাল, আরেকটা Guarda. সেফপাল নিয়ে সার্চ করে দেখলাম এটাও সম্পূর্ণ ক্লোসেড সোর্স। আবার একটা আর্টিকেল দেখলাম ওপেন সোর্স। আর Guarda হাফ ওপেন সোর্স। পুরাই কনফিউজড কোনটা ব্যাবহার করবো।