আপনারটার ক্ষেত্রে দেখেন, three dot এ ক্লিক করার পর advance অপশন সো করতেছে। সেখানে চাপুন। তারপর একটা মেনুতে নিয়ে যাবে। সেখানে ৪ টা অপশন থাকবে, ১. START ২.SHARE ৩.IDENTITIES ৪.SUBKEYS। এর মধ্যে SHARE এ চাপুন তাহলে ফিঙ্গারপ্রিন্ট টা পেয়ে যাবেন।
এর থেকে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই ভাই।

@DYING_SOUL ভাই আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে বোঝানোর জন্য। হয়তো আপনার আছেন বলে আমাদের মত ছোটরা যেটা না বুঝি সেটা বারবার জিজ্ঞেস করলেও আপনারা ভালোভাবে বুঝিয়ে দেন।
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাদের দুজনকে আপনাদের দুজনের সাহায্য সহযোগিতায় আমি আমার ফিঙ্গারপ্রিন্ট এখন বের করতে পারি।
হয়তো ভবিষ্যতেও আপনারা এমন ভাবে যারা যেটা না বুঝে তাদেরকে সেটা ভালো করে বুঝিয়ে দেবেন এই আশা রাখতে পারি আপনাদের উপর।
@DYING_SOUL & @cryptoWODLভাই দুঃখিত আমার কাছে পর্যাপ্ত পরিমাণ না থাকায় আপনাদের দুজনের শিক্ষনীয় পোস্ট এর সঠিক মূল্যায়ন করতে পারলাম না।
তবে আমার কাছে যখন পর্যন্ত হবে তখন আমি অবশ্যই মূল্যায়ন করতে ভুলবো না আপনাদের এই পোস্ট দুটি।
বাই দ্যা ওয়ে,
আমার ফিঙ্গারপ্রিন্ট: 712ae96305c27a60a262d21ab89d831ad04da7a9