Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
AirtelBuzz
on 05/12/2023, 03:53:55 UTC
আপনারটার ক্ষেত্রে দেখেন, three dot এ ক্লিক করার পর advance অপশন সো করতেছে। সেখানে চাপুন। তারপর একটা মেনুতে নিয়ে যাবে। সেখানে ৪ টা অপশন থাকবে, ১. START ২.SHARE ৩.IDENTITIES ৪.SUBKEYS। এর মধ্যে SHARE এ চাপুন তাহলে ফিঙ্গারপ্রিন্ট টা পেয়ে যাবেন।

এর থেকে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই ভাই।  Smiley
@DYING_SOUL ভাই আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে বোঝানোর জন্য। হয়তো আপনার আছেন বলে আমাদের মত ছোটরা যেটা না বুঝি সেটা বারবার জিজ্ঞেস করলেও আপনারা ভালোভাবে বুঝিয়ে দেন।
আপনি যদি একটু ভালোভাবে ঘাটাঘাটি করতেন তাহলে অবশ্যই আপনার নিজের Fingerprint বের করতে পারতেন।
এটা বের করা একদম সহজ ইতিমধ্যেই @DYING_SOUL
ভাই তার পোষ্টের মাধ্যমে আপনাকে খুবই সহজভাবে বিস্তারিত বলে দিয়েছে। হয়তো আপনি তার পোস্ট পড়লে শিখবেন।
আমি আপনাকে আরো একটু পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি ছবির মাধ্যমে। এই ছবিগুলো একটু ভাল করে লক্ষ্য করলে আপনি অবশ্যই আপনার নিজের Fingerprint (ফিঙ্গারপ্রিন্ট) বের করতে পারবেন।

প্রথমে আপনি আপনার OpenKeychain App প্রবেশ
করবেন।
প্রবেশ করার পর এই ছবিগুলো দেখুন আশা করি Fingerprint নিয়ে যদি কোন সমস্যা থেকে থাকে সবকিছু ক্লিয়ার হবে আপনার।

https://www.talkimg.com/images/2023/12/01/NkxYP.jpeg  https://www.talkimg.com/images/2023/12/01/Nv2iq.jpeg  https://www.talkimg.com/images/2023/12/01/Nvawj.jpeg  https://www.talkimg.com/images/2023/12/01/NvXEG.jpeg  https://www.talkimg.com/images/2023/12/01/Nvd4D.jpeg



উদাহরণস্বরূপ, আমার Fingerprint (ফিঙ্গারপ্রিন্ট): 0095c51d2d76a2ccd0018358c19eb88593b11ac5

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাদের দুজনকে আপনাদের দুজনের সাহায্য সহযোগিতায় আমি আমার ফিঙ্গারপ্রিন্ট এখন বের করতে পারি।
হয়তো ভবিষ্যতেও আপনারা এমন ভাবে যারা যেটা না বুঝে তাদেরকে সেটা ভালো করে বুঝিয়ে দেবেন এই আশা রাখতে পারি আপনাদের উপর।
@DYING_SOUL & @cryptoWODL
ভাই দুঃখিত আমার কাছে পর্যাপ্ত পরিমাণ না থাকায় আপনাদের দুজনের শিক্ষনীয় পোস্ট এর সঠিক মূল্যায়ন করতে পারলাম না।
তবে আমার কাছে যখন পর্যন্ত হবে তখন আমি অবশ্যই মূল্যায়ন করতে ভুলবো না আপনাদের এই পোস্ট দুটি।
বাই দ্যা ওয়ে,
আমার ফিঙ্গারপ্রিন্ট: 712ae96305c27a60a262d21ab89d831ad04da7a9