তবুও ভালো যে উনি অন্য কিছু বলে নাই। কোথায় যেনো দেখলাম একজন বিটকয়েনের ফি কে গ্যাস ফি বলতেছে। লগইন করা ছিলো না বলে রিপ্লাই করিনি। এখন আর মনে নাই।
তাহলে রেস্পন্স করাটা দরকার ছিল ভাই। আমাদের এইখানে বেশিরভাগ ব্যবহারকারী বিটকয়েন ব্যবহার করার আগে ইথেরিয়াম চেইন কিংবা বাইন্যান্স চেইনের ব্যবহারকারী হওয়ার কারনে ট্রাঞ্জেকশন ফিকে গ্যাস ফি নামেই রেফার করে থাকে। তাই আমাদের এইরকম কিছু দেখলে সেটাকে অবশ্যই সংশোধন করা উচিত।
তখন আমি মোবাইলে ছিলাম, আর ফোনে আমার একাউন্ট লগ ইন করা ছিলো না। এখন সঠিক মনে করতে পারছি না, তবে আমার মনে হয় ব্যাক্তি টা DYING_S0UL হতে পারে। আসলে আমাদের অনেকের মাঝেই অনেক কিছু ভুল ধারনা আছে। আমারো হয়তো আছে, কিন্তু আমি জানি না সেটা কি ভুল যখন অব্দি সেটা কেউ না ধরবে। আমিও আপনার সাথে একমত যে ইথেরিয়াম চেইন এবং বাইন্যান্স চেইনের ব্যাবহার বেশি হওয়ার কারনে সবাই ট্রানজেকশন ফি মানেই গ্যাস ফি মনে করছেন।
একটা সময় ছিলো যখন ইথেরিয়ামের ERC-20 টোকেনের একটা ক্রেজ ছিলো। অনেক বেশি বাউন্টি এবং এয়ারড্রপ হতো। তখনকার অনেজ প্রজেক্ট ভালো ছিলো। বাইনান্সের স্মার্ট চেইন আসার পর আস্তে আস্তে স্ক্যাম টোকেনে দুনিয়া ভরে গেছে। তখনকার ইফেক্ট এখনো রয়ে গেছে।