Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
tjtonmoy
on 10/12/2023, 16:37:32 UTC
আমাগো এখানে তো অনেক বড় Rank এর আইডি আছে এবং অনেক বড় ভাই আছে তারা যদি আমাগো মত ছোটদের এই বিষয়ে সাহায্য করত এভাবে হয়তো একটু ভালোই হইত আমাগো নিগা। যেমন অন্য দেশে এভাবে সাহায্য করছে যদি আমাগোও সাহায্য করতে কেউ একজন এই পদক্ষেপ নিতো। সম্ভবত এই পদক্ষেপটা ইন্দোনেশিয়ান Board এ নেওয়া হয়েছে।

ক্রিপ্টো লাইব্রেরি ভাই অলরেডি বলেছেন। ফোরামে একটা সময় ছিলো যখন আমি দেখতাম কোনো মেম্বার তার পরের রেংক এর খুব কাছে চলে গেছে, হয়তো আমি মেসেজ করে তার কিছু ভালো পোষ্ট এর লিংক চাইতাম, নয়তো লিটল মাউস ভাই, ক্রিপ্টো লাইব্রেরি ভাইদের কে মেসেজ করে বলতাম যে অমুক কে একটু পুশ করে দেন, তমুক কে পুশ করে দেন। তারপর আমাদের থ্রেড এ শুরু হলো মেরিট এবিউজ! আস্তে আস্তে দেখলাম সবাই একাউন্টের পাহাড় বানাচ্ছে এবিউজ করে করে।

রেংক আপ করার জন্য তারাহুড়ো করার কিছু নাই। আমি কখনোই মেরিট এর জন্য পিছিয়ে থাকি নাই। ফোরামে একটু সময় দেন, লেখার চাইতে বেশি পড়তে থাকেন। পড়ে যতো বেশি শিখবেন, ভবিষ্যতে সেগুলো ততো বেশি কাজে লাগবে। তখন দেখবেন প্রতি ৩-৪ টা পোষ্ট এ একটা করে মেরিট পাচ্ছেন। ফোরামে সময় দিন। নিজেকে পরিচিত করে তুলেন। আর মেরিটের জন্য কাউকে মেসেজ দিবেন না। কোনো প্রকার চিটিং করবেন না।
আগে মাঝে মাঝে লোকাল বোর্ড এ কিছু একটা পোস্ট করতাম বা এক্টিভ থাকার চেস্টা করতাম। কিন্তু বর্তমানে এখানে আসলে আগের সেই ফিলিংস টা আর পাই না। সবাই নিজেদের নিয়ে ব্যাস্ত। আপনারা আছেন টুকটাক পোস্ট করেন কথা বলেন ভালো লাগে। কিন্তু তারপরও কেন জানি এইখানে আসলে আগের সেই জিনিস টা মনের মধ্যে আর কাজ করে না। আমিও ব্যাস্ত থাকি, পরিবার, পড়ালেখা, টাকা ইনকাম সব নিয়ে জীবন এর উপর থেকে মায়া উঠে গেছে। হয়ত সব কিছু আগের মতই আছে কিন্তু আমি বদলে গেছি।
যাই হোক, বাংলা লোকাল থ্রেড কে একদিন বোর্ড হিসেবে দেখব এই স্বপ্ন টা এখনও আছে। আমি না থাকলেও আপনারা এই স্বপ্ন টা পূরণ করবেন এই বিশ্বাস আমার আছে। দেখে শুনে রাখুন সবাইকে। সবাই যেন রুলস মেনে চলে এবং বিপথে না যায়।
আছি, থাকার চেষ্টা করব। সিনিয়র হিসেবে আপনারাই জুনিয়র দের কে এগিয়ে নিয়ে যাবেন। বেস্ট অফ লাক।