Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
DYING_S0UL
on 12/12/2023, 15:21:21 UTC
কেন জানিনা আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয় যে আমাদের এই বাংলা বোর্ড লাগামহীন পাগলা ঘোড়ার মত চলছে। লাগামহীন ঘোড়া যেমন এদিক সেদিক চলে যায় কোন ঠিক ঠিকানা থাকে না হয়তো তেমনি এই বোর্ড এগিয়ে যাচ্ছে
সিরিয়ালে নাম মেনশন করাকে আমি তেল মারা মনে করি। তেল মারা বন্ধ করে দেন। নিজেকে খুব ছোট মনে করবেন না। আবার খুব বড় মনে করবেন না।

আমরা সবাই জেনারেল ইউজার। আমাদের কাছে ফোরামের আলাদা কোনো ফিচার নাই যেটার মাধ্যমে আমরা কোনো কিছু কন্ট্রোল করতে পারবো।

ভাই প্রথমত কিছুই বুঝিনাই আপনার কথা। ২য় আরেহ আপনি চাচ্ছেনটা কি? এইটা কি বাংলাদেশ ক্রিকেট টিম নাকি যে প্রাকটিস করে করে এগিয়ে নিয়ে হবে? আপনি আপনার মতো চলবেন আমি আমার মতো চলবো, যদি মনে হয় কমেন্ট করা প্রয়োজন তাহলে কমেন্ট করে দিবেন, এই ব্যাস আর কি লাগে?

এখানে সিনিয়র জুনিয়র কিছু নাই। ফোরাম সিনিয়র জুনিয়র কিছু মানে না। ফোরামের রুলস এর উপরে কেউ নাই। আর ভাই আসলেই তেল মারার এই ব্যাপারটা কমান। সেদিন একটা কমেন্ট দেখলাম, কে জানি মেনশন করে লিখছে, সেন্ডএবেল মেরিট না থাকায় মেরিট দিতে পারলামনা ভাইয়া, আপনিই সম্ভবতো বলছেন। এগুলো বাদদেন। আপনি কি মিন করছেন? আমি গরিব মানুষ আমাকে   টাকা দাও যেনো আমি অন্যদের দান করতে পারি? এমন করবেন না। এটা কেউ ভালো চোঁখে দেখেনা। গ্লোবালে কেউ দেখলে বলতো মেরিট ফিশিং এর ট্রাই করতেছে। লোকালে আমরা আমরা তাই কেউ কিছু মনে করিনা।

শেষে একটাই কথা বলবো, ফোরামে সময় দিন। এর উপর কোনো ঔষধ নাই। আমি কাজের সময় বাদে সারাটাদিন ফোরামে পড়ে থাকি। এমন না যে কোটা ফিল করার জন্য, না!!! হুদাইই বলা যায়। এক পোস্ট থেকে আরেক পোস্টে যাই। পড়ি ৯০%, আর কমেন্ট করি ১০%। আর ফোরামের রুলস মেনে চইলেন, দেখবেন সব ঠিক আছে। অন্যরে সাহায্য করুন, মিনিংফুল ডিসকাশনে অংশ নিন, ইমনিই এদিক সেদিক ওদিক দিয়ে ২-১ টা করে মেরিট আসা শুরু করবে।