Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Library
on 15/12/2023, 06:14:52 UTC
ফারাক্কা নিয়ে আমাদের ভারত সরকারের সাথে কথা হইছে, অতি সীগ্রই এর সমাধান হয়ে যাবে, এই কথা মনে হয় আমি আমার জন্মের পর থেকে শুনতেছি। তবে এর প্রাকটিকাল কখনো চোঁখে আসেনি। অদূর ভবির্ষতেও হয়তো আসবে না। ফারাক্কা নিয়ে আমি হোপলেস।
কথাটা আসলে এমন হওয়া উচিত ফারাক্কার সমস্যা সমাধান হবে এটি আপনি আমি আমাদের জন্মের আগে থেকে শুনতেছি।
 আপনি যেমন  হোপলেস আমার মনে হয় আমাদের মধ্যে বেশিরভাগ পাবলিকই এরকমই আশা হত এই ফারাক্কা সমস্যার সমাধান নিয়ে। তবে সমস্যার সমাধান একটা হতে পারে সেটা হলো গিয়ে এই ফারাক্কার সামনে  টেরাক্কা বাঁধ নির্মাণ করা। তারপর ওরা যেমন শুষ্ক মৌসুমে বাঁধ  বন্ধ করে পানি আটকে রাখে, আমাদের সরকার সেটির উল্টোটা করবে বন্যার মৌসুমে বন্ধ করে দিবে। তারপর দুই একবার যাতা খেয়ে আপনা আপনি চুক্তি সই করতে আসবে। টরাক্কার এই আইডিয়াটা কোন ইউটিউব ভিডিওতে যেমন দেখেছিলাম। যদিও বর্তমান সরকার থাকাকালীন এটা আসলে স্বপ্ন।
ভাই ঝটপট করে আমিও আবেদন করে ফেলেছিলাম। আবার দেখি ঝটপট করেই উইনার হয়েছি। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এখানে ফ্রি রাফেল টা শেয়ার করেছিলেন দেখেই আবেদন করে ফেলেছিলাম। এখন কথা হলো আমি কখনো এই ধরনের ফ্রি রাফেল উইন হই নাই। এই টাই আমার প্রথম ফ্রি রাফেল উইন হওয়া। এখন আমি এই পুরুস্কার কিভাবে রিসিভ করতে পারবো?
অভিনন্দন ভাই আপনাকে, আপনারও কপাল আর আমাদেরও কপাল আমি তো এ পর্যন্ত অনেকগুলা এরকম রেফেল ড্র তে অংশগ্রহণ করছি কোন বাড়ি আমার কপাল খুলে নি। এখন আসি আপনার প্রশ্নের জবাবে, যেহেতু ক্রিপ্ত কারেন্সি আমাদের দেশে অবৈধ সেহেতু আমি মনে করি এসব জিনিস নিতে গিয়ে আপনার লোকেশন রিভিল করা ভালো হবে না। তবে আপনার নিকট দুইটা অপশন থাকতে পারে, এক বাহিরের দেশে যেখানে ক্রিপ্টোকারেন্সি বৈধ সে দেশে যদি আপনার কোন কাছের মানুষ থাকে তাহলে তার নিকট  সেটি গিফট পাঠাতে পারেন অথবা আপনি ফোরামের অন্য কোন মেম্বারদের মধ্যে এটি গিফট দিয়ে দিতে পারেন।


Altcoinফোরাম হয়তো অনেকদিন পরে জীবন ফিরা পাইছে। তার কারণ হইল যে এই ফোরাম প্রায় এক থেকে দেড় বছর যাবত কোন রেপুটেবল ম্যানেজার বাউনটি পরিচালনা করে নাই।
দীর্ঘদিন পরে @Roysee777, @julerz12,  @yahoo এর মত ম্যানেজাররা আল্ট কয়েন ফোরামে ফিরা আইছে এমনকি @Roysee777 ইতিমধ্যে দুইটা সিগনেচার ক্যাম্পেইন চালাইতেছেন।
আল্ট কয়েন ফোরাম ভবিষ্যতে হয়তো বিটকয়েন ফোরামের মধ্যে জনপ্রিয় হয়ে উঠতে যাচ্ছে।@julerz12 সে তার বিটকয়েন টক সার্ভিস থ্রেডে বলছে 31 ডিসেম্বর তারিখ থিকা Coinomize.bizসিগনেচার ক্যাম্পেইন পরিচালনা করবে।
আমাগো এখানে অনেকে উচ্চ রেংকদারি রয়েছে তারা চাইলে একাউন্ট টেলিপোর্টেড করতে পারেন।
টেলিপোর্ট করার জন্য এই লিঙ্কে প্রবেশ করতে হইবে।
Teleported link= https://www.altcoinstalks.com/index.php?topic=178480.0;topicseen

তারপর এই স্টেপ গুলো যথাযথভাবে করতে হবে যদিও অনেকেই হয়তো টেলিপোর্ট কইরা ফালাইছে ইতিমধ্যে।
কথায় আছে না কারো পৌষ মাস কারো সর্বনাশ, আরো ভালো ভাবে বলতে গেলে শাপে বর।
যদিও আমি শুনেছি যে একসময় altcointalk হালকা একটু একটিভ হয়েছিল এই বাউনটি ক্যাম্পেইন গুলোর জন্য। যাইহোক altcointalk এর এডমিন theymos এর বিটকয়েন মিক্সার ব্যান নিয়ে অ্যানাউন্সমেন্ট এর ফায়দা ভালোভাবে নিচ্ছে। টেলিপোর্টেশন রিকোয়ারমেন্টে আগে হয়তো এটলিস্ট ফুল মেম্বার ছিল সেটি আবার এডিট করে এখন জুনিয়র মেম্বারে নামিয়ে দিয়েছে। তাছাড়া আমার মনে হয় নিউবি একাউন্টও টেলিপোর্ট করে দেবে। সিগনেচার কাম্পেইন যেহেতু চালু হয়েছে মোটামুটি আবার একটিভ হবে।