Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
synchronym
on 17/12/2023, 18:00:07 UTC
আমিও সেটাই ভেবে রেখেছিলাম। তবে আজকেই দেখি পেয়াজ আনতে হবে। তবে আমাদের বাজারে দাম কিছুটা সহনশীল। আশা করি বাজারে গিয়ে চোখ কপালে উঠবে না।
ভাই কমে গেছে ভাই কমে গেছে Grin। নতুন পিয়াজ আসার খবরে আবার ঝড়ের মতো কমছে। সন্ধায় বাজারে গেছিলাম, দেখি ১১০ টাকা কেজি এখন। তাই আবার ২ কেজি কিনে আনলাম। তবে পিয়াজের দাম সহনীয় পর্যায়ে গেলেও, আলু সেই আগের মতোই আছে, ৫৫ চলে আমাদের দিকে। অন্যদিকে পিয়াজের স্টক একটু কম দেখলাম। দোকানদারকে বল্লাম বলে, এই অস্থিতিশীল অবস্থায় একবারে বেশি কিনা রিস্ক, আজকে ১৮০ তে কিনলাম, আর পরের দিন ১১০-১২০ এ বেচা লাগতেছে। তাই ১০ কেজি ২০ কেজি এইভাবে কিনি। নয়তো আগে তো ৩-৪ বস্তা কিনে রাখতাম।

গুদাম সিন্ডিকেটের এখন মাথায় হাত দিতে হবে। গুদাম করা পিয়াজ ২ দিন পর থেকে চারা গাছ হওয়া শুরু করবে, লল।



ভারত তিন মাসের জন্য পেঁয়াজ আমদানি বন্ধ করার সাথে সাথে হুট করে পেঁয়াজের দাম ৩০০ টাকা কেজি হয়ে যায়। কিছু অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের জন্য আজকে বাজারে এই অবস্থা। তাই আমাদের সকলেরই উচিত পুরাতন পিয়াজ না কিনে আমাদের নতুন পেঁয়াজ কেনা উচিত যাতে করে আমাদের দেশে কৃষক গুলো বেঁচে থাকে। যদি আমরা পুরাতন পিয়াজ কিনে খায় তাহলে গুদাম সিন্ডিকেটের ব্যবসায় সাহায্য করা হবে। তাই আসুন আমরা সকলেই নতুন পিয়াজ কিনি।
পেঁয়াজের দাম আমাদের এদিকে অনেক কমে গেছে। পেঁয়াজ নিয়ে এত রাতে টেনশন করার দরকার নেই দাম বাড়লেই কি না বাড়লে কি সারা দিনে পিয়াজ লাগে মাত্র তিন থেকে চারটা বড় পেঁয়াজ হলে। আমাদের বাংলাদেশী সরকার হয়তো অন্য উপায় বলে দিতে পারতেন পিঁয়াজের বদলে কি দিয়ে রান্না করা হবে।  Grin যেমনটা একবার হয়তো দেখা গিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন বেগুনের চপের বদলে কুমড়া দিয়ে চপ বানিয়ে খেতে বলেছিলেন। তা ভালো এ বছর মাননীয় প্রধানমন্ত্রী পিয়াজের বদলে অন্য কিছু দিয়ে রান্না করে খেতে বলে নাই।
মূলত ভারত পেয়াজী রপ্তানি বন্ধ করার সাথে সাথে দেশে কিছু অসাধু ব্যবসায়ী কারণে পেঁয়াজের বাজার খুব বেশি ছিল। মূলত ভারত সরকার কোন কারণ ছাড়াই পেঁয়াজ আমদানি বন্ধ করে বাংলাদেশের সাথে। সাধারণত বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য পেঁয়াজ আমদানি রপ্তানি বন্ধ করেছে। বাংলাদেশের সাথে তিন মাসের জন্য পেঁয়াজ আমদানি বন্ধ করার সাথে সাথে তাদের দেশে পেঁয়াজ  পচে যাচ্ছে তাদের দেশের পেঁয়াজ ব্যবসায়ীদের মাথায় হাত শত শত সীমান্ত থাকা পেঁয়াজ পচে যাচ্ছে। হয়তোবা আমাদের দেশে সাময়িক সময়ের জন্য  পেঁয়াজের বাজারটা প্রায় 300 টাকার কাছাকাছি ছিল কিন্তু বর্তমানে তা ১০০টাকা কেজি নেমে এসেছে। কিন্তু দাদাদের পেয়াজ তো পচে যাচ্ছে সীমান্তেই।