Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Negotiation
on 21/12/2023, 07:05:02 UTC
আমি মনে করেছিলাম এদেরকে ধরা হয়েছে হয়তো ক্রিপ্টো কারেন্সি লেনদেন এর কারণে,  Roll Eyes Tongue

মনে করেন যে তারা ডলার বাইসেল করতো, ধরছে ডলার সহ আর চালান দিলো পর্নো গ্রাফি মামলাতে আর ভাঙ্গা চুরা কিছু কম্পিউটার দিয়ে, ডলার গুলো পুরাই লাভ।  Cheesy


ভাই, গ্রাম এলাকায় এটা একটা কমন ব্যাবসা। একটা কম্পিউটারের দোকান দিয়ে সেই দোকানে পোলাপাইন পর্ণ লোড করার ব্যাবসা করে। গ্রাম এলাকার প্রায় সব বাজারেই দেখবেন মেমোরি কার্ড এ গান লোড করার দুই একতা দোকান থাকে। সেখানে স্কুলের ছাত্র থেকে শুরু করে বুইড়া চাচা অব্দি গান লোড করতে যায়। আবার দোকানে গিয়া জিজ্ঞেস করে নয় ছয় আছে নাকি? আমার দোকানে বসার অভিজ্ঞতা আছে। এমন বয়সের লোকজন এসে এইসব প্রশ্ন করবে, আপনি কি বলবেন কিছুই বুঝতে পারবেন না।

হুম আমিও বসতাম কিছু দোকানে অনেক দেখছি এরোকম, মজার ব্যাপার কর্পোরেট অফিসেও এগুলা চলে,  Cheesy কোথাও বাদ নেই। এই সময়ে  এসে শুধুমাত্র মেমোরী লোড করার জন্যে আপনার মনে হয় যে এগুলো ধরেছে? ব্যাপার টা আমার কাছে পুরাই গোলমাল লাগছে।  Cheesy Cheesy Cheesy