Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
synchronym
on 23/12/2023, 08:36:11 UTC
অনেক সময় দেখবেন, ট্রাফিক পুলিশ সব কিছু ঠিক থাকার পরেও মামলা দেয়ার জন্য পাগলের মতো ভূল ত্রুটি খুজতে থাকে। যদিও এনারা কোনো টাকা পাবে না মামলা করলে। কেনো এরকম করে? সোজা হিসাব! যতো বেশি মামলা, ততো ভালো রিপোর্ট এবং প্রমোশন বা পুরস্কার পাওয়ার চান্স। মাঝে মধ্যে এচিভমেন্ট দেখানোর জন্য ও অভিযান পরিচালনা করা হতে পারে।

আমার যতটুকো জানা এই সকল ঘটনা বেশি ঘটে মুলত ব্যাক্তিগ আক্রোশ থেকে, আপনার সাথে আমি একমত, একজন বড়ভাই বলেছিল পুলিশ ঘুস খায়না এটা ভুল, কতো লিমিট পার হলে সে ঘুস খাবে এইটা জানা জরুরী কারন এখানে এখানে একটা কাজ কতোক্ষন পর্যন্ত মানুষ না করে থাকতে পারে এটার একটা লিমিট আছে, এরোকম পুলিশ এর মধ্যেও এমন আছে যে বছরে এতগুলা মামলা ছাড়া বেতন বারবেনা, তখন তারা এটা করার জন্যে মরিয়া হয়ে উঠে, আর পুলিশ সপ্তাহের সময় তো কোনো কথাই নাই। আমি নিজেও হ্যানস্তার শিকার হয়েছি।
ট্রাফিক পুলিশ প্রথমে তারা যখন কোন গাড়িকে ধরে বা চেক করে যদি সব কিছু ঠিক থাকে তাও তারা হয়রানি করার চেষ্টা করে। দেখা যায় কোন গাড়ির কাগজ পাতি সব ঠিকঠাক আছে অথচ সে কোন একটা কিছু নিয়ে আসতে ভুলে গেছে এর জন্য তাকে টাকা ঘুষ দিতে হবে যদি সে ব্যক্তি টাকা ঘুষ দেওয়ার জন্য অমত পোষণ করে তখনই সে ট্রাফিক পুলিশ ওই গাড়িওয়ালা কে মামলা দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। পুলিশ হচ্ছে সবচাইতে বেশি ঘুষখোর আমাদের বাংলাদেশের সৎ পুলিশ অফিসার আছে তবে খুবই কম। আমার এখানে ট্রাফিক পুলিশ ব্যানওয়ালার কাছ থেকে  দশ টাকা করেও ঘুষ নেয় এটা আমি নিজে দেখছি তাহলে এরা তো অন্য অন্য গাড়িদের কে হয়রানি করবে এটাই স্বাভাবিক তাদের কাছ থেকে বেশি প্রত্যাশা রাখা যাবে না সাধারণ জনগণের।