Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
DYING_S0UL
on 23/12/2023, 16:59:41 UTC
ভাই আমার আবার অবস্থা তো সেই আগের মতোই এখনো ট্রানজেকশন কনফার্ম হয় নাই। আমি দিছিলাম ৩০sat এ আজকেও যখন কনফার্ম হলো না, মেমপুল আবার নতুন করে শুরু হয়েছেন। এ ধরনের সমস্যা সম্মুখীন কখনো হই নি, জানি না কি অবস্থা হবে??
30 sat/vB অতিরিক্ত কম হয়ে গেছে, ভাই। দুপুরে কিছু বিটিসি সেল করলাম সেখানে 12$ বা 75 sat/vB (+-) দিতে হইছিল। পরে সন্ধায় মেমপুল চেক দিয়ে দেখি 4.5$ বা 70 sat/vB (+-) চলতেছে। লে হালুয়া, কয়েক ঘন্টার মাঝে ফি কমে গেছে।  Roll Eyes

এই শীতে আবারো করোনার  সংক্রমণ বাড়ছে। প্রতিবেশী দেশ ভারতে হঠাৎ করে চোখ রাঙাচ্ছে ফরনার নতুন ভ্যারিয়েন্ট JN.1। ভারতের তিন রাজ্যে  সনাক্ত হয়েছে করোনার এই নতুন ভাইরাস। চীন ও বৃটেনেও ছড়িয়ে পড়ছে করোনার এই নতুন ভাইরাস। তাই বিশ্বে স্বাস্থ্য সংস্থা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে। তাই আমাদের সবারই উচিত এই করোনা নতুন ভাইরাস থেকে সতর্কতা থাকা।
করোনার কথা জানিনা তবে আমি ৪-৫ দিন ধরে বেশ জ্বর, সর্দি, ঠান্ডায় ভুগতেছি। আল্লাহ জানে কি হইছে, ডেঙ্গু হওয়ার ভয়ে আছি। সকালে জ্বর থাকে আবার দুপুরে চলে যায়, বিকালে আবার আসে আবার রাতে চলে যায়। এমন আসা যাওয়ার মধ্যে চলতেছে।