মেইন কথা আপনাকে অনুৎসাহিত করা আমার উদ্দেশ্য নয় কিন্তু আপনার অবস্থানে আমি থেকে কথাগুলো বললাম এগুলোর চিন্তা আমার মাথায় মাঝেমধ্যে আসে কিন্তু আমাদের মেইন প্রতিবন্ধকতার কারণে কোন টিকেই রূপান্তরিত করতে পারছি না।

এক্সচেঞ্জ এর ব্যাবসা করতে গেলে নিজের আইডেন্টিটি হাইড রাখা কঠিন একটা ব্যাপার হবে। এটা সত্তিই বলেছেন। তবে আমি যদি অন্য কারো নামে ব্যাংক একাউন্ট, বিকাশ, নগদ খুলে নিয়ে করতে পারতাম, সেই ক্ষেত্রে ভালো হতো। সত্যি বলতে কিছু টাকা খরচ করলে এগুলো ও করা সম্ভব। তবে, আমার জন্য নিরীহ কেউ ফেসে যাক, সেটাও চাইবো না। ফেইসবুকের কিছু গ্রুপে দেখলাম বিকাশ মার্চেন্ট একাউন্ট সেল করছে যেগুলোর মাধ্যমে পেমেন্ট গ্রহন করা যাবে। তবে সেগুলো কতোটুকু ট্রাস্টেড, সেই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। আর প্রাইভেসির যে ব্যাপার টা, আমি যখন ব্যাংক এ টাকা পাঠাবো, তখন আমার রিয়েল নাম, একাউন্ট নম্বর থেকে শুরু করে সব তথ্য সেখানে থাকবে। যা আসলেই চিন্তার ব্যাপার। এসব চিন্তা মাথায় আসলে বিজনেস এর চিন্তা ম্থা থেকে উরে যায়। কিছুদিন আগে একটা ক্যাসিনো থেকে তাদের পেমেন্ট পার্টনার হওয়ার মতো একটা সুযোগ এসেছিলো, তবে এদের সাথে বেধে গেলে ভবিষ্যৎ খুবই খারাপ হবে, এই কথা চিন্তা করে আর তাদের সাথে জয়েন করিনি। যেখানেই যাই, সেখানেই ঝামেলা।
বাংলাদেশ একটি মুসলমান দেশ তাই এখানে জুয়া, ক্যাসিনো এগুলো বৈধতা দিতে কত বছর সময় লাগবে তা বলা যাবে না আর বিটকয়েন নিয়ে যেহেতু মাঝে মাঝে কিছু কিছু আলোচনা হয় তাতে এটি বিগত কয়েক বছর পর একসেপ্ট করতে পারে কারন (জয়) ভাই যথেষ্ট আধুনিক টেকনোলজির কথা চিন্তা করে। যাইহোক কথা হলো প্রাইভেসি এখন যদি ভাই অন্যের nid দিয়া রেজিষ্ট্রেশন করা সিম বা মোবাইল ব্যাংকিং একাউন্ট কিছু টাকার বিনিময়ে কিনেন আর রমরমা ব্যবসা শুরু করেন তাহলে প্রথমত সেই nid এর মালিককে দরবে পুলিশ কিন্তু ইনভেস্টিগেসন হলে আপনিও শেষ পর্যন্ত পার পাবেন না। কারন এখন টেকনোলজি অনেক এগিয়ে গেছে তাই আপনার পর্যন্ত পুলিশ আসতে পারবে। আর দ্বিতীয়ত আপনার একাউন্ট অতিরিক্ত লেনদেন বা ইলিগ্যাল এক্টিভিটির জন্য একাউন্ট ফ্রিজ করতে পারে তখন আপনার একাউন্টের টাকা আটকে যাবে কারন আপনি প্রকৃত মালিক না হওয়ার কারনে তা ঠিক করতে পারবেন না। তাই এগুলো চিন্তা করে লাভ নাই। কথায় আছে টাকা মানুষকে বাচায় আবার টাকাই মানুষকে মারে। তাই ভাই আদার ব্যাপারি হইয়া জাহাজের খবর নিয়া আমাগো লাভ নাই। অল্প টাকাই আমাদের জন্য মংগল বেশি খাইতে গিয়া আবার পেট খারাপ হবে।