সবাইকে ইংরেজি ২০২৪ এর নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আশা রাখি যত দুঃখ এবং হতাশা ২০২৩ সালে ছিল সেগুলো কেটে গিয়ে ২০২৪ টা আমাদের আনন্দের এবং সাকসেসের হবে।

আপনাকেও অনেক বেশি শুভেচ্ছা। আশা করি বউ বাচ্চা নিয়ে আগামী বছর ভালো কাটবে। আর বউ বাচ্চা না থাকলে আপাতত এটাকে অগ্রিম উইস হিসেবে ধরে নিতে পারেন।
এনিওয়ে বাইন্যান্সের p2p এর কথা থেকে আমার মনে পড়ে গেল Kucoin এর পিটুপি ট্রেডিং এর কথা, আমি মূলত বাইন্যান্স ছাড়া আর কোন এক্সচেঞ্জার এ পিটুপি সার্ভিস ব্যবহার করিনি। কুকয়েন দেখলাম এই সার্ভিস রয়েছে অনেকদিন ধরে ভাবতেছিলাম এখানে ট্রেড করে একটা টেস্ট করে দেখব। তবে আমার কেন যেন বাইনান্স এর থেকে এটি কম ভরসাযোগ্য মনে হচ্ছে, আপনারা কেউ কি এখানে ট্রেড করে থাকেন? করে থাকলে একটু এক্সপেরিয়েন্স শেয়ার করেন।
কুকয়েনে আমি বেশ কয়েকবার ট্রেডিং করেছি এবং আমার কাছে ভালোই মনে হয়েছে। বাইনান্সে যেসব বায়ার সেলার রা ট্রেড অফার করে, কুকয়েনে সেই একই পাপিরাও ট্রেড করে। যদিও কমিউনিটি অনেকটাই ভিন্ন। তবে আমার সেখানে ২০/৩০ কে ট্রানজেকশন করার এক্সপেরিয়েন্স আছে। অনেকটা বাইনান্স এর মতোই। কিছু ভিন্নতা আছে, তবে তাতে করে কোনো প্রকার সমস্যা হওয়ার কথা নয়।
[পিকচার গুগল থেকে ডাউনলোড করর এডিট করা হয়েছে]
ভাই, ছবি গুলো একটা সাইজ করে দেন। পুরো পেইজ জুড়ে একটা ছবি, দেখতেই তো কেমন জানি লাগছে।
1. Learn Bitcoin [343]
খারাপ না। আমি এতো পোষ্ট করেছি দেখে ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে।