আপনাদের সকলের এলাকার নির্বাচনের কি অবস্থা, ভোট কেমন দিলেন সবাই?
ভাই নির্বাচনের আর অবস্থা। এমন নির্বাচন হয়েছে যে কেন্দ্রে লোকসংখ্যা খুবই কম ছিল। এমন নির্বাচনের কারণে কেন্দ্রে ভোট দিতে যাইনি মনের দুঃখে। গত সাত তারিখে যে আনুষ্ঠানিকভাবে নির্বাচন হয়েছে সেটাকে একচুয়ালি নির্বাচন বলা যায় না। একতরফা নির্বাচন কখনো নির্বাচন হয় না। সারা বাংলাদেশের নৌকা সব থেকে বেশি আসন পেয়েছে যেটা সবাই অনুমান করেছিল যে তারাই সবকিছু বেশি পাবে।
মানুষ গনতন্ত্র অধিকার আবারো কোনোদিন ফিরে পাবে কি না তা বলা যায় না। জনগণের ভোটের কোনো দাম নাই তাই ভোট দিতে যায়নাই মানুষ এবারের নির্বাচনে। আমি এবছর প্রথম ভোট দেওয়ার সুযোগ পাইছি তাই খুশিতে ভোট দিতে গেছি যাইয়া দেখি ভোটার নাই। ৭ ঘন্টায় ভোট পড়েছিলো ২৭% পরে শেষের ১ ঘন্টার নাকি ভোট হইছে ১৩% মোট ৪০% ভোট কাস্ট হইছে পুরা বাংলাদেশে। যাইহোক প্রথম ভোট তাই আমি ভোট মিস করিনি আর আমার পছন্দের পার্থি আমাদের আসন থেকে বিজয়ী হইছে এটা অনেকটাই আনন্দের যে প্রথম ভোট নষ্ট হয়নাই।