ছোটবেলা যখন প্রাইমারি স্কুলে পড়াশোনা করতাম, আমাদের এক মাস্টার ছিল। আমরা যখন স্কুলের পড়া মুখস্ত না করে স্কুলে যাইতাম। আমাদের সেই মাসটার একটা প্রবাদ বলতেন ""মাইরের উপর কোন ঔষধ নাই "" মাইর দিলে সব ঠিক হয়ে যাবে।
বর্তমান আমাদের বাংলাদেশে সর্বক্ষেত্রেই এমন অবস্থা হয়েছে যে ""ঘুষের উপর কোন ঔষধ নাই "" আসলে আমাদের এই সোনার দেশে কোন জিনিসটা ঘুষ ছাড়া হয়। যত বড় কঠিন কাজ হোক না কেন ঘুষ দিলে সাথে সাথে সমাধান হয়ে যায়।
আসলে বর্তমানে আমাদের মাঝে মানবতা বলতে কিছু নেই। বর্তমানে মানুষ এমন হয়েছে নিজে বাঁচলেই হইল, অন্যরা কিভাবে চলবে তা খেয়াল করে না। মানুষের মাঝে যদি মানবতা থাকতো তাইলে আর আজকে কোন কাজ করিয়ে নেওয়ার জন্য ঘুস দেওয়া লাগতো না।