যাই হোক আমি একটা ডোমেইন পারচেস্ট করতে চাচ্ছি। আপনাদের মধ্যে কারো কি ক্রিপ্ত কারেন্সি সাপোর্ট করে এমন ডোমেইন হোস্ট প্রোভাইডার এর এক্সপেরিয়েন্স আছে?
আমি লো কস্টে ভালো সিকিউর এবং প্রাইভেসি মেইনটেইন হবে এমন একটি ডোমেইন হোস্ট প্রোভাইডার ওয়েবসাইট খুজছি।

যদিও আমি ডোমেন হোস্ট কখনো ব্যবহার করিনি আমারও করার ইচ্ছা ছিল ছোটখাটো ফেসবুক বিজনেস চালাই সেটার জন্য, ভাই আপনি এই
https://www.hostinger.com/ ওয়েবসাইটটি ভিজিট করে দেখতে পারেন। যদিও আমি নিজে এটি ব্যবহার করিনি তবে আমার এক পরিচিত কাছের বন্ধু রয়েছে সে এটি এক বছরের জন্য ইউজ করেছে তার কাছ থেকে শুনেছি ক্রিপ্টোকারেন্সি সাপোর্ট করে এরকম গুলোর মধ্যে মোটামুটি ভালো।
Namecheap, namesilo, hostinger এই তিনটাই আমি ব্যবহার করেছি। নেইমচিপ আর নেইমসিলোতে হস্টিং নিয়ে এক্সপেরিয়েন্স খুবই বাজে আমার। পরবর্তীতে আমি অনেকটা বাধ্য হয়েই হস্টিংগারে শিফট হইলাম। এখন পর্যন্ত মোটামুটি ভালো সার্ভিস পাচ্ছি। CL ভাই, ডোমেইন কি ফোরাম রিলেটেড কোন কিছুর জন্য?
হোস্টিং এর ক্ষেত্রে উপরে যে নাম গুলো উল্ল্যেখ করেছেন আমার পরিচিত কয়েকজন কাজ করে তাদের মতে বাংলাদেশিদের কাছে অনেক হ্যসেল এর ব্যাপার হয়ে উঠে। যদি বাংলাদেশ রিলেটেড বা বাংলাদেশ থেকে পরিচালিত কাজ কর্ম হয় তাহলে ExonHost অনেক ভালো সার্ভিস দেয় অনেক বছর ধরেই, এ্যামাজন বা ইকমার্স বেজ কাজ করলে বেশিরভাগ বাংলাদেশি এখন ExonHost ব্যাবহার করে, তবে নেমচিপ নিয়ে আমার অভিজ্ঞতা খুব খারাপ সস্তার ১২ অবস্তা।

নেমচিপ থেকে হোস্টিং কেনার পরে যদি ৫০০ মানুষ ভিজিট করে তার পরে হোস্টিঙ্গের মাথায় তো আছেই নিজের মাথায় ও পানি ঢালা লাগে।
