Post
Topic
Board Other languages/locations
Merits 4 from 2 users
Re: বাংলা (Bengali)
by
Z_MBFM
on 25/01/2024, 03:30:45 UTC
⭐ Merited by mindrust (3) ,Crypto Library (1)
যাই হোক আমি একটা ডোমেইন পারচেস্ট করতে চাচ্ছি। আপনাদের মধ্যে কারো কি ক্রিপ্ত কারেন্সি সাপোর্ট করে এমন ডোমেইন হোস্ট প্রোভাইডার এর এক্সপেরিয়েন্স আছে?
আমি লো কস্টে ভালো সিকিউর এবং প্রাইভেসি মেইনটেইন হবে এমন একটি ডোমেইন হোস্ট প্রোভাইডার ওয়েবসাইট খুজছি।
ডোমেইন হোস্টিং প্রভাইড করে এমন অনেক সাইট আছে। বাংলাদেশেরও অনেক সাইট আছে আমি একবার কিনছিলাম Hostingbangladesh ওয়েবসাইট থেকে কিন্তু তেমন ভালো পারফরম্যান্স পাইনাই হোস্টিং এর ক্ষেত্রে। ডোমেইন মূলত একটা নাম এটা কোনো সমস্যা না কিন্তু ভালো কম্পানি থেকে হোস্ট না নিলে আপনার সাইট ঠিকঠাক লোড হবে না। তাই GoDaddy, Namecheap, Hostinger এর মতো পপুলার কোম্পানির ডোমেইন হোস্ট ব্যবহার করেন বেটার এক্সপেরিয়েন্স পাবেন। কিন্তু আপনার কাছে Duel currency কার্ড না থাকলে সব যায়গা থিকা কিনতে পারবেন না। কারন অন্যান্য পেমেন্ট মেথড যেমন Google pay, Paypal এগুলো বাংলাদেশ থিকা ব্যবহার করা যায় না সহজে। তাই Namecheap তা ব্যবহার করতে পারেন এটা অনেক পপুলার এবং এখানে আপনে BTC, LTC এগুলা সহ আরো কিছু ক্রিপ্টোতে প্যামেন্ট করতে পারবেন। আমি কয়েকবার এখান থেকে কিনেছি। তবে নিজের ব্যাক্তিগত নিরাপত্তার সার্থে who is গার্ড নিয়ে নিবেন ১-৫$ এর মতো এক্সট্রা খরচ হতে পারে এর জন্য। এটি থাকলে আপনার ডোমেইন রেজিস্ট্রেশনের জন্য আপনি যে ক্রেতার নাম ঠিকানা নাম্বার দেবেন তা হাউড থাকবে কেউ দেখতে পাবে না।

------
যদিও আমি ডোমেন হোস্ট কখনো ব্যবহার করিনি আমারও করার ইচ্ছা ছিল ছোটখাটো ফেসবুক বিজনেস চালাই সেটার জন্য, ভাই আপনি এই https://www.hostinger.com/ ওয়েবসাইটটি ভিজিট করে দেখতে পারেন। যদিও আমি নিজে এটি ব্যবহার করিনি তবে আমার এক পরিচিত কাছের বন্ধু রয়েছে সে এটি এক বছরের জন্য ইউজ করেছে তার কাছ থেকে শুনেছি ক্রিপ্টোকারেন্সি সাপোর্ট করে এরকম গুলোর মধ্যে মোটামুটি ভালো।
hostinger ভালো আর তারা এখন অনেক পপুলার কিন্তু আমরা তো ভাই বাংলাদেশে থাকি তাই ইন্টারন্যাশনাল প্যামেন্ট এর ক্ষেত্রে গিয়ে আমরা আটকে যাই। আমার কাছে duel currency card আছে যা ব্যবহার করে আমি এখান থেকে কয়েকবার ডোমেইন কিনছি কিন্তু CL এর জন্য কার্ড না থাকে তাহলে সে প্যামেন্টে গিয়ে আটকে যাবে তাই সে Namecheap ব্যবহার করে ক্রিপ্টো দিয়া প্যামেন্ট করতে পারে এটা আমাদের জন্য ইজি হইবো যেহেতু আমরা ক্রিপ্টো নিয়া কাজ করি আর আমাদের কাছে ক্রিপ্টো অ্যাভেইলেবল থাকে