Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 25/01/2024, 19:09:10 UTC
মিয়া,,, সিনিয়র মেম্বার হওয়ার মেরিট অর্জন করার জন্য অভিনন্দন। আর আপনার জন্য আপডেট নিউজ হলো, অল্টকয়েন টকে টেলিগ্রাম বট সিস্টেম আপডেট আনা হয়েছে। এখন কেউ মেনশন করলে বুঝতে পারবেন।
এখনো হই নাই.... Smiley
সত্যি বলতে আমার অল্টকয়েনটকের ইন্টারফেসটা একদম ভালো লাগেনা, চোঁখে বাজে, কি সব হাবিজাবি এনিমেশন/ইমেজ দিয়ে রাখছে। এর থেকে ভালো ছিল কোনো কিছু নাই রাখা, কারণ কোয়ালিটি বাজে লাগছে আমার কাছে। কিন্তু বিটকয়েনটকে এমন কখনো মনে হয়নি। পুরানো দিনের, ফ্রী ফেসবুকের ইন্টারফেসের কথা মনে আছে? বিটকয়েনটক ঠিক তেমনই। বিটকয়েনটকের ইন্টারফেস থেকে সবসময় একটা ক্লাসিক/এসথেটিক/রেটরো ভাইব পাই যা কখনো অল্টে পাইনি।
আসলে মেইন কথা কি ভাই এই বিটকয়েনটক ফোরামের ইন্টারফেস টা কেমন জানি চোখে একদম এঁটে গিয়েছে এজন্য এখন অন্য কোন ফোরাম এমনটা ভালো লাগে না। তাছাড়া বিটকয়েনটক রেংকিং সিস্টেম তা ছাড়া ডিফল্ট ট্রাষ্ট সিস্টেম এগুলা ভাই এক কথায় লেজেন্ডারি লাগে আমার নিকট। আর ইন্টারফেস এর কথা বলতে গেলে এই ক্লাসিক ইন্টারফেস টাই বেস্ট, অনেকে দেখি বিটকয়েনটক রেসপন্সিবল ডিসপ্লে করার জন্য বা মোবাইলে ব্যবহার করার জন্য অ্যাপস বানাতে বলে তবে আমার নিকট আরো এপস এর ইন্টারফেস গুলো আরো খারাপ লাগে অনেককে দেখেছি যে এ জন্য epochtalk ব্যবহার করে.
আল্টকয়েন টকে ঢুকেছিলাম বছরখানেক আগে ইন্টারফেস, সিস্টেম কোনটাই পছন্দ হয়নি দেখে অ্যাকাউন্টও খোলা হয়নি তবে বর্তমানে মি*ক্সার সার্ভিসগুলোর সিগনেচার সেখানে ট্রান্সফার হয় একাউন্ট আমিও খুলেছি। একদম কম একটিভ সেখানে আমি। তাই ভাই আমি ভাবতেছি যে এই সিগনেচার ফোরামে মেম্বারদের কতটা টানে ডিসকাশন করার জন্য আরেকটি ফোরাম একটিভ করার জন্য।
Namecheap, namesilo, hostinger এই তিনটাই আমি ব্যবহার করেছি। নেইমচিপ আর নেইমসিলোতে হস্টিং নিয়ে এক্সপেরিয়েন্স খুবই বাজে আমার। পরবর্তীতে আমি অনেকটা বাধ্য হয়েই হস্টিংগারে শিফট হইলাম। এখন পর্যন্ত মোটামুটি ভালো সার্ভিস পাচ্ছি। CL ভাই, ডোমেইন কি ফোরাম রিলেটেড কোন কিছুর জন্য?
ধন্যবাদ ভাই, সাজেশন এর জন্য। আমি তো ভাই ভেবেছিলাম  নেম চিপ থেকে সস্তায় একটা নিয়ে নিবো তা যদি হোস্টিং নিয়ে প্রবলেমে পড়ি আর যদি সাইড লোডিং নিতে সমস্যা হয় তাহলে তো প্রবলেম। এখন তো আমারও মনে হচ্ছে hostinger দাঁড়াই শুরু করতে হবে।
হ্যাঁ ভাই, ডোমেইনটা কিনার উদ্দেশ্য ফোরাম রিলেটেড পাশাপাশি নিজের কিছু পার্সোনাল সার্ভিস চালু করা। যদিও netlify দিয়ে মোটামুটি কাজ চালানো যেত তারপরেও প্রফেশনালি শুরু করতে চাচ্ছি।