ভালো লাগার মধ্যে এটা একটা খারাপ লাগে যেটা এক সময় তারা পোস্ট করেছিল এবং বেশ কিছু মেরিট পেয়েছিল। এরপরে তারা আর কখনো বাংলা বোর্ডের পোস্ট করতে আসে না, কারণ তারা এখন সিগনেচার নিয়ে ব্যস্ত এবং সিগনেচার এর জন্য যা পোস্ট সেগুলোই তারা শুধু করে।
এদের নিয়ে কিছু বলে লাভ নাই ভাই। বাদদেন। যদি পারেন কারা ছিলো কারা ছিলোনা তাদের নামগুলো মনে রাইখেন, ভবিষ্যতে কাজে আসলেও আসতে পারে। দিনশেষে ঘরের মানুষ ঘরেই ফিরবে। ফুল মেম্বার হয়ে নিজেকে অনেক বড় ভাবা বিদ্যাসাগর যখন আকাম করে ধরা খাইবে, তখন ঠিকই সাহায্য চাইতে লোকালে আসবে।
ভাই কোন জায়গা কখনো শূন্য থাকে না একজন জায়গায় অন্য কেউ এসে পূরণ করে নিবে এটাই স্বাভাবিক, এখন দেখার বিষয় সামনে আমরা কাদের পেতে চলেছি। সামনে যারা পোস্ট করতে আসবে এটা যদি ভালো হয় তাহলে মনে করেন পুরো পরিবেশটা অনেক ভালো হবে আশা করা যাচ্ছে। এখন মনে করেন কোনোভাবে যদি পরিবেশ আবার এরকম হয়ে যায় যে, তারা গরু ছাড়া দড়ির মতো তাহলে দেখা যাবে যে ওই ছাড়া গরু যেভাবে আচরণ করে এগুলো আবার সেভাবে আচরণ করতে শুরু করবে। তবে আমার মনে হয় সে ধরনের প্রবলেম আর হবার সম্ভাবনা নাই তার কারণে এখানে @Learn Bitcoin ভাই অনেক চেষ্টা করতেছে পরিবেশ গুলা ভালো রাখার জন্য। আসলে সত্যি কথা বলতে আমরা যেখানেই থাকি না কেন, প্রতিটা জায়গাতে একটা মেন্টর বা ভালো একটা পরিবেশ শান্ত রাখার জন্য বা স্বাভাবিক প্রক্রিয়া বজায় রাখার জন্য কিছু মানুষের প্রয়োজন হয়, যারা দায়িত্ব নিয়ে কাজগুলো করে এখানে হয়তো বেশ কিছু মানুষ হয়ে গেছেন যারা দায়িত্ব সহকারে ভালো কিছু দেওয়ার চেষ্টা করছে।