Post
Topic
Board Other languages/locations
Re: জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪
by
DYING_S0UL
on 02/02/2024, 05:14:00 UTC
বাংলাদেশে ট্রাস্টেড যেসব কোম্পানি ছিলো, যেমন রিং আইডি, এরা যখন এই পিরামিড স্কিম চালু করে, তখনই আমি বুঝেছিলাম যে এরাও স্ক্যাম করবে, এবং হলোও সেটাই।
আমার অনেক দুরের এক চাচাতো ভাই হয়, তিনি মনে হয় ২০ হাজার টাকা ইনভেস্ট করেছিলেন। ৩-৪ টা আইডি ক্রিয়েট করেছিলেন, নিয়িমিত মনে হয় অ্যাড দেখলে আর ৪০০-৫০০ টাকার মতো পাওয়া যাইতো...... কয়দিন পরে শুনি রিং আইডি উধাও।
আহা, রিং আইডি। কি যে মনে করায় দিলেন। বেস্ট সময় ছিলো তখন। কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই প্রতিদিন গড়ে ৫০০-৬০০ টাকা কামাই করছি। আবারো বলতেছি, কোনো ইনভেস্টমেন্ট ছাড়া, এক টাকাও খরচ করি নাই। ঐসময় একটা পুরানো ল্যাপটপ ছিল। তো সেটায় ইমুলেটর (MEMU, NOX এসব কি সেটা তো বোঝেন সবাই!?) ব্যবহার করে একসাথে ৪-৫ টা এনড্রয়েড ফোন ওপেন করতাম। সবগুলো ইমুলেটরে রিং আইডি লগিন থাকতো, আর ইমুলেটরগুলোর একটা সিস্টেম ছিল। কিস্ট্রক/মাউস অটোমেশন। সেটা ইউজ করে, কোথায় চাপ দিয়ে এড ওপেন হবে, আবার স্কিপ করা, কনফার্ম করা, ক্লোজ করা সব সেট করে রাখতাম। সারাটা দিন এভাবে চলতো আর কয়েন জমা হতো। আহা, দিনগুলো। Smiley



ভালো লাগার মধ্যে এটা একটা খারাপ লাগে যেটা এক সময় তারা পোস্ট করেছিল এবং বেশ কিছু মেরিট পেয়েছিল। এরপরে তারা আর কখনো বাংলা বোর্ডের পোস্ট করতে আসে না,  কারণ তারা এখন সিগনেচার নিয়ে ব্যস্ত এবং সিগনেচার এর জন্য যা পোস্ট সেগুলোই তারা শুধু করে।
এদের নিয়ে কিছু বলে লাভ নাই ভাই। বাদদেন। যদি পারেন কারা ছিলো কারা ছিলোনা তাদের নামগুলো মনে রাইখেন, ভবিষ্যতে কাজে আসলেও আসতে পারে। দিনশেষে ঘরের মানুষ ঘরেই ফিরবে। ফুল মেম্বার হয়ে নিজেকে অনেক বড় ভাবা বিদ্যাসাগর যখন আকাম করে ধরা খাইবে, তখন ঠিকই সাহায্য চাইতে লোকালে আসবে।