আপনি মনে হয় $০.৪৬ এ সেল করার কথা বলেছিলেন।
$০.৪৬ উঠে নাই তাই সেল করা হয় নাই। তবে আমি ইএনজে তে হিউজ পরিমাণ বিনিয়োগ করেছি গত কয়েক মাসে। আল্লাহ ভালো জানেন এই বিনিয়োগের কি হবে 😂 পাশাপাশি পোলকাডটে বিনিয়োগ করলাম।
বি:দ্র: নো ফিন্যান্সিয়াল এডভাইস
যারা বাউন্টি হান্ট করে, তারা কি থ্রেড ভালো করে পরে? সোজা অথেনটিকেশন পোস্ট ফরমেট কপি করে কাজ শুরু করে দেয়। যতক্ষনে থ্রেড পড়ে শেষ করবে, ততক্ষনে তারা আরো ২ টা বাউন্টি ক্যাম্পেইনে জয়েন করে পোস্ট করে ফেলতে পারবে। আমিও এক সময় টুকিটাকি বাউন্টির কাজ করেছিলাম। কিন্তু নিজেকে এখন অনেক বোকা মনে হয়। অনেক বেশি হতাশ ছিলাম। আমার মনে হতো আসলে কোনো ক্যাম্পেইন মনে হয় পেমেন্ট করে না। যেগুলো পেমেন্ট করে, তাদের সংখ্যা অনেক কম। আসলেও সেটাই। তবে সিগন্যাচার ক্যাম্পেইন গুলো আগেই পেমেন্ট নিয়ে থাকে এবং প্রতি সপ্তাহে পেমেন্ট করে। অন্যদিকে একটা বাউন্টি ক্যাম্পেইন মিনিমাম ৪ সপ্তাহ রান করে। স্ক্যাম যদি করেও ফেলে, তবুও ঘুরে ফিরে প্রায় ৬ সপ্তাহ পর বুঝা যায় যে এরা স্ক্যামার।
বর্তমানে সিরিয়াস প্রজেক্টগুলো বাউন্টি ফোরামে নিয়ে আসে না বললেই চলে। কারণ এইখান থেকে কতগুলো স্প্যাম ছাড়া আর কিছুই আসলে পাওয়া যায় না। ফলস্বরুপ স্প্যাম প্রজেক্টগুলোই এখন বাউন্টি নিয়ে আসে। ভালো প্রজেক্টের বাউন্টির ধরনও ভিন্ন হয়। আমি কয়েকটি বাউন্টি ক্যাম্পেইন ম্যানেজ করেছি। সেখান থেকে আমার ধারনা হল এইরকম বাউন্টি বর্তমানে যে প্রজেক্ট নিয়ে আসে তাদের উল্টো প্রজেক্টের ক্রেডিট কমে যায় স্প্যাম সব এংগেজমেন্টের জন্য। আমার মনে আছে একটা ক্যাম্পেইন এ শুধু একজন মনে হয় ভিডিও বাউন্টি রিওয়ার্ড ডিজার্ভ করত।