Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 06/02/2024, 18:09:23 UTC
বর্তমানে সিরিয়াস প্রজেক্টগুলো বাউন্টি ফোরামে নিয়ে আসে না বললেই চলে। কারণ এইখান থেকে কতগুলো স্প্যাম ছাড়া আর কিছুই আসলে পাওয়া যায় না। ফলস্বরুপ স্প্যাম প্রজেক্টগুলোই এখন বাউন্টি নিয়ে আসে। ভালো প্রজেক্টের বাউন্টির ধরনও ভিন্ন হয়। আমি কয়েকটি বাউন্টি ক্যাম্পেইন ম্যানেজ করেছি। সেখান থেকে আমার ধারনা হল এইরকম বাউন্টি বর্তমানে যে প্রজেক্ট নিয়ে আসে তাদের উল্টো প্রজেক্টের ক্রেডিট কমে যায় স্প্যাম সব এংগেজমেন্টের জন্য। আমার মনে আছে একটা ক্যাম্পেইন এ শুধু একজন মনে হয় ভিডিও বাউন্টি রিওয়ার্ড ডিজার্ভ করত।
এর জন্যই তো ভাই এখন ভালো কোন প্রজেক্ট কে এই প্রমোশন সার্ভিসটি অফার করলে জবাব দেয় যে এই প্রোমোশন সিস্টেমটি তাদের নিকট পছন্দ নয়। বাউন্টি প্রোমোশন সিস্টেম টা আরো খারাপ হয়েছে ফাউল-ফাউল সব ক্যাম্পেইন ম্যানেজারদের জন্য। এখন বর্তমান রেপুটাবল ক্যাম্পেইন ম্যানেজাররা যদি স্ট্রিকলি রুলসগুলো মেনে বাউন্টি একসেপ্ট করে বা রিওয়ার্ড দেয় তাহলে হয়তো এক দুই বছরের মধ্যে আবার এই সেক্টরটি কাম ব্যাক করলেও করতে পারে। যদিও এইভাবে আমার মনে হয় না ২০-৩০ জনের বেশি বাউন্টি হান্টার টিকবে।
এখানে সমস্যা হলো বেশিরভাগ বাউন্টি হান্টাররা গণহারে ফোরামে লঞ্চ হওয়া সব বাউন্টিগুলেতে একসাথে জয়েন করে। ফলে কোয়ালিটি তো মেনটেইন হয়ইনা উল্টা স্প্যামে ভরাডুবি খায় প্রজেক্ট। ১০ জনের মধ্যে ১ জন নিজে নিজে কাজ (ধরেন আর্টিকেল কাম্পেইন) করে আর বাকি তামামরা প্যারাফেস করে যেকোনো উপায়ে টুটুলস ইউজ করে ঘুরায় ফিরায়ে পোস্ট করে। অন্য গুলোর জন্যও সেম অবস্থা। কাজ চেক করার পর আমার কাছে মনে হইছে, বর্তমানে বাউন্টি লঞ্চ করা "টোটালি ওয়েস্ট অফ মানি"। অরগারিক কোনো রিচ বা গ্রো নাই। আর যারা বাউন্টি করে তারা তো মাশাল্লা, নিম্নতর থাকে নিম্নতরের লেভেলের সিট পোস্টার স্প্যামার। টিপিক্যালি যেসব রুলসসে বাউন্টি চালু করা হচ্ছে, এই রুলস গুলো পরিবর্তন করা উচিত (আমি নিজেও এটা ফিল করি)। হয়তো সেটা হতে পারে রিওয়ার্ড বাড়িয়ে একটা নিদিষ্ট রাঙ্কের মেম্বারদের টার্গেট করে বাউন্টি লঞ্চ করা বা নির্দিষ্ট সংখ্যক পার্টিসিপেন্ট রাখা। আমি হলে নিউবিদের বাউন্টিতে পার্টিসিপেন্টই করতে দিতামই না। এরা ক থেকে খ তে কিভাবে যায় তা অব্দি পারেনা কিন্তু লাফাইতে লাফাইতে ঠিকই বাউন্টিতে এপ্লাই করে। Roll Eyes