আপনি মনে হয় $০.৪৬ এ সেল করার কথা বলেছিলেন।
$০.৪৬ উঠে নাই তাই সেল করা হয় নাই। তবে আমি ইএনজে তে হিউজ পরিমাণ বিনিয়োগ করেছি গত কয়েক মাসে। আল্লাহ ভালো জানেন এই বিনিয়োগের কি হবে 😂 পাশাপাশি পোলকাডটে বিনিয়োগ করলাম।
বি:দ্র: নো ফিন্যান্সিয়াল এডভাইস
দেখেন ভাই হোল্ডিং করে, ফিউচারে বুল সিজনে কিছু প্রফিট গেইন করতে পারেন কিনা। আমার বর্তমানে সকল ধরনের আল্ট কয়েন ে ইনভেস্টমেন্ট করতে ভয় লাগে। ক্রিপ্টকারেন্সি এর জগতে আমার প্রবেশটাই ছিল একটা আল্ট কয়েন দিয়ে সেই অভিজ্ঞতা থেকে আর ইনভেস্ট করার শগ চলে গেছে। এখন যা করতেসি প্রতি মাসে 40$ সমপরিমাণ বিটকয়েন কিনে রাখা ।
বর্তমানে সিরিয়াস প্রজেক্টগুলো বাউন্টি ফোরামে নিয়ে আসে না বললেই চলে। কারণ এইখান থেকে কতগুলো স্প্যাম ছাড়া আর কিছুই আসলে পাওয়া যায় না। ফলস্বরুপ স্প্যাম প্রজেক্টগুলোই এখন বাউন্টি নিয়ে আসে। ভালো প্রজেক্টের বাউন্টির ধরনও ভিন্ন হয়। আমি কয়েকটি বাউন্টি ক্যাম্পেইন ম্যানেজ করেছি। সেখান থেকে আমার ধারনা হল এইরকম বাউন্টি বর্তমানে যে প্রজেক্ট নিয়ে আসে তাদের উল্টো প্রজেক্টের ক্রেডিট কমে যায় স্প্যাম সব এংগেজমেন্টের জন্য। আমার মনে আছে একটা ক্যাম্পেইন এ শুধু একজন মনে হয় ভিডিও বাউন্টি রিওয়ার্ড ডিজার্ভ করত।
এর জন্যই তো ভাই এখন ভালো কোন প্রজেক্ট কে এই প্রমোশন সার্ভিসটি অফার করলে জবাব দেয় যে এই প্রোমোশন সিস্টেমটি তাদের নিকট পছন্দ নয়। বাউন্টি প্রোমোশন সিস্টেম টা আরো খারাপ হয়েছে ফাউল-ফাউল সব ক্যাম্পেইন ম্যানেজারদের জন্য। এখন বর্তমান রেপুটাবল ক্যাম্পেইন ম্যানেজাররা যদি স্ট্রিকলি রুলসগুলো মেনে বাউন্টি একসেপ্ট করে বা রিওয়ার্ড দেয় তাহলে হয়তো এক দুই বছরের মধ্যে আবার এই সেক্টরটি কাম ব্যাক করলেও করতে পারে। যদিও এইভাবে আমার মনে হয় না ২০-৩০ জনের বেশি বাউন্টি হান্টার টিকবে।
যেমন সাতোসির একাউন্ট হ্যাক হয়েছিলো একই কারনে।
এইটার সোর্সটা দিতে পারেন? আমি মনে করতে পারছি না এইরকম কিছু। সাতোশির gmx একাউন্ট কম্প্রোমাইজ হয়েছিল এইটা জানি।
আমিও তো এটাই দেখেছিলাম জিএমএক্স একাউন্ট কম্প্রোমাইজ হয়েছিল । তাহলে কি পিটুপি ফাউন্ডেশন একাউন্ট হ্যাকিং এর ঘটনা সেইটা ?