যেমন সাতোসির একাউন্ট হ্যাক হয়েছিলো একই কারনে।
এইটার সোর্সটা দিতে পারেন? আমি মনে করতে পারছি না এইরকম কিছু। সাতোশির gmx একাউন্ট কম্প্রোমাইজ হয়েছিল এইটা জানি।
আমি আসলে সাতোশির ইমেইল একাউন্ট এর কথাই মিন করেছি। ফোরাম একাউন্ট ও হ্যাক হয়েছিলো মনে হয়। তবে এই ব্যাপারে আমি শিওর না। যেহেতু gmx ইমেইল একটা সময় এক্সপায়ার হয়ে গিয়েছিলো, একজন লোক তখন সেটা এক্সপায়ার হওয়ার অপেক্ষায় ছিলো এবং যখনি এক্সপায়ার হয়ে গেলো, সে সাতোশির ইমেইল এড্রেস এর সেম কপি আবারো রেজিস্টার করে ফেলে। এবং এটা দিয়ে সম্ভবত ইমেইল ও সেন্ড করেছিলো। আর সাতোশির ফোরাম একাউন্ট তো থেমস ব্যান করে রাখছে। কোনো হ্যাকার এক্সেস করতেও পারবে না। আমার আসলে সঠিক মনে নাই যে সাতোশির ফোরাম একাউন্ট হ্যাক হয়েছে কি না।