অনিচ্ছাকৃত ভাবেও এমন হতে দেখছি। যেমন ধরেন ১ম আর ৩য় কমেন্ট আমার। ২য় কমেন্ট অন্য আরেক জনের। অনেকসময় দেখা যায় ২য় কমেন্টকারি কমেন্ট ডিলিট করে ফেলে আর প্রথম জনের কমেন্ট গুলো পরপর হয়ে যায়। ঐ ইউজারের ক্ষেত্রে কি হইছে কে জানে, উত্তেজনার ঠেলায় হয়তো খেয়ালই করেনি বা হয়তো রুলসই জানে না।

মডারেটরদের যে পোস্ট ইডিট করারও এবিলিটি আছে এটা কখনো খেয়াল করিনি আমি। লাল কালির নোট আগেও দেখছি, বাট আগে কখনো রিয়ালাইজ করিনি বিষয়টা। একটা জিনিস খেয়াল করছেন, ঐ ইউজারের পোস্টে "লাস্ট ইডিটেড বাই (মডারেটর)" লেখা আছে?
আপনি যে সিচুয়েশনের শিকার হয়েছেন এই সিচুয়েশনের শিকার আমি নিজেও হয়েছি। কিন্তু সে ক্ষেত্রে আমার পোস্ট কখনোই মডারেটর দ্বারা মার্জ করা হয়নি। নতুন অবস্থায় যখন ফোরামে ছিলাম তখন হয়তো এরকম হয়েছিল।
যাইহোক আমি যতদূর জানি কিছু কিছু অবস্থায় পরপর দুটো পোস্ট করা যায়। যেমন- অ্যানাউন্সমেন্ট থ্রেডে নতুন আপডেট এনাউন্স করার জন্য। তারপর অ্যানাউন্সমেন্ট থ্রেডে পর পর পোস্ট করার মাঝে 24 ঘন্টার গ্যাপ থাকলে সম্ভবত মার্জ করা হয় না।
আচ্ছা যদি পোস্ট করার সময় পোস্ট এর সাইজ অনেক বড় হয়ে যায়, তখন যদি একটি পোস্টে যায়গা না হয় যদি পর পর দুটি পোস্ট করার প্রয়োজন হয়, এই ক্ষেত্রে কি হবে? কে যেন অনেক দিন আগে অনুবাদ করে এক পোস্টে যায়গা হয়েছিলো না পরপর দুই পোস্ট করেছিলেন। এইভাবে যদি পোস্ট করা হয় তাহলে কি নিয়মের বহিরভুক্ত হয়ে যাবে?
সেটা ভিন্ন বিষয় ভাই, এখানে নিয়ম প্রয়োগ করলে তো আর চলবে না।
যদিও এই ব্যাপারে অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি কোন নিয়ম কোন নিয়ম নেই, নিয়ম ঘেটে এই এই বিষয়ের মধ্যে এই দুটি নিয়ম খুঁজে পেলাম।
১৩. একটি থ্রেড প্রতি ২৪ ঘন্টায় একবার Bumps বা updates করা যাবে। একই সময়ে বিভিন্ন থ্রেড একসাথে Bump করা যাবে যদি এটি বিরক্তিকর না হয়।
<✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂>
৩২. একই সারিতে একাধিক পোস্ট, পোস্ট করার (তবে থ্রেড স্টার্টার কর্তৃক Bumps এবং Reserved পোস্ট এর অন্তর্ভুক্ত নয়) অনুমতি নেই।