Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Learn Bitcoin
on 24/02/2024, 05:47:16 UTC
করতেছি ভাই লং টার্মের জন্য হোল্ডিং এখানে আর হাত দেবো না মানুষ যেমন স্বর্ণ কিনে গচ্ছিত রেখে দেয়, আমি বিটকয়েন এড অপশন করে তেমন ভাবে রেখে দেবো। দেখি আজ থেকে ১০ বা ৮ বছর পরে কি অবস্থা হয়।

ভাই, আমিও লং টার্ম হোল্ডিং করবো ভেবে কিছু বিটকয়েন সাইড করে রেখেছিলাম। কিন্তু দেখেন, কখন কোথায় টাকা দরকার হয়ে যাবে কেউ জানে না। ইদানিং আমি একটা নতুন বিজনেস স্টার্ট করেছি যেটা করার কোনো প্ল্যান ছিলো না। বা প্ল্যান এরকম ছিলো যে আমি ভবিষ্যতে হয়তো এরকম একটা বিজনেস স্টার্ট করবো। এখন বাধ্য হয়ে আমাকে কিছু বিটকয়েন হয়তো সেল করা লাগবে, নয়তো ধার করা লাগবে। আপনার কাছ থেকে লোন নিলাম, এছাড়াও একজন বড় ভাইয়ের কাছ থেকে ১ হাজার ডলার নিলাম, এর বাইরেও প্রায় ২ লাখ টাকা ধার করে বিজনেস স্টার্ট করেছি। আমিও চাচ্ছিলাম লং টার্ম হোল্ড করবো। এমনকি টাইমলক করার ইচ্ছা ছিলো। কিন্তু ভবিষ্যত বিপদ আপদের কথা চিন্তা করে আর টাইম লক কিরিনি।

কে জানি ইউজার নেম রাখসিল (amrbapmurgichor), এটা মনে পড়ে? Grin তারপর আবার আপনার নাম নিয়ে যে কাহিনি হলো কিছুদিন আগে ভাইরে ভাই। যাই হোক তিনি মনে হয় কোনো অল্ট/মাল্টি একাউন্ট, কারণ আইডি খুলতে না খুলতেই তিনি অনেক ফোরাম সচেতন কথাবার্তা শুরু করে দিয়েছেন।

অল্ট একাউন্ট খোলা দোষের কিছু না। কিন্তু মানুষ সেটার সৎ ব্যাবহার করুক। যখন আপনি ফোরামে স্টাবলিষ্ট এমন কোনো ইউজারের নাম কপি করে ফোরামে নিজেও ষ্টাবলিষ্ট হতে চাইবেন, ব্যাপার টা আসলে খারাপ দেখায়।