ভাই আপনার জন্য শুভ দিন আসতে চলেছে। আজকে মার্কেটে দেখলাম (ENJ) কয়েন $০.৪০ হিট করেছিলো। মনে হয় আপনার ১ম স্টেপ শিগ্রই শেষ হয়ে যাবে। শুভকামনা রইলো ভাই ২-১ মধ্যে জানি স্টেপ শেষ হয়।
স্টেপ-১ শেষ হতে এত দিন লাগবে সেটা আমি কল্পনায়ও বিশ্বাস করি নি। যাই হোক, আশা করি খুব শীঘ্রই শেষ হবে। আর স্টেপ-২ এর জন্য আমি অন্য কোন কয়েনে মুভ করবো না। এইটাতেই থাকবো।
ভাই স্টেপ কমপ্লিট হতে যেয়ে হচ্ছে না, একটুর জন্য হইলো না। ভাই আপনি ২য় স্টেপে অন্য কোন কয়েন যাবেন না এইটাতে থাকবেন, আচ্ছা ২য় স্টেপে এই কয়েনের প্রাইজ কি $০.৯২ ডলার হওয়ার টার্গেটে রাখবেন? আপনি যখন এই কয়েন কিনেছিলেন মেবি প্রাইজ ০.২৩ ছিলো, আপনার টার্গেট ছিল ০.৪৬ হলে সেল করা। সেই অনুযায়ী দ্বিতীয় স্টেপে টার্গেট থাকবে ০.৯২ হলে সেল করা আমার ধারনা কি সঠিক?