Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Negotiation
on 28/02/2024, 15:07:38 UTC
ভাই আপনার জন্য শুভ দিন আসতে চলেছে। আজকে মার্কেটে দেখলাম (ENJ) কয়েন $০.৪০ হিট করেছিলো। মনে হয় আপনার ১ম স্টেপ শিগ্রই শেষ হয়ে যাবে। শুভকামনা রইলো ভাই ২-১ মধ্যে জানি স্টেপ শেষ হয়।
স্টেপ-১ শেষ হতে এত দিন লাগবে সেটা আমি কল্পনায়ও বিশ্বাস করি নি। যাই হোক, আশা করি খুব শীঘ্রই শেষ হবে। আর স্টেপ-২ এর জন্য আমি অন্য কোন কয়েনে মুভ করবো না। এইটাতেই থাকবো।

ভাই আমার অনেক ইচ্ছা ছিলো আপনার সাথে এখানে ইনভেস্ট করা এবং অংশ গ্রহন করা। কিন্ত কপালে নাই অনেক কষ্ট করেও কিছুই জমাতে পারিনি এইবার শুধুমাত্র তাকায়ে দেক্ষা ছাড়া আর কিছুই করার নাই। আপ্নে ইনশাল্লাহ সাক্সেস হয়ে যাবেন।