Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
LDL
on 06/04/2024, 23:32:04 UTC
ভাই, আমাদের পরিবেশটা কবে ঘোলাটে ছিল না, পরিবেশটা আমাদের দেশে সব সময় ঘোলাটে ছিল এবং সেটাই সামনেও হতে যাচ্ছে। তবে আমরা যারা ক্রিপ্ত কারেন্সি এর সাথে যুক্ত আছি এদের তো আর ফ্রিল্যান্সার বললে হচ্ছে না এরা হইলো অবৈধ মানিলন্ডার।  Grin
তবে ভাই ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে আয়ের ওপরে যে ট্যাক্স দিতে হতো না এটা আমার জানা ছিল না। আমি যতটুকু জানতাম যে E-TIN যাদের রয়েছে তাদের ১৫% এর জায়গায় ১০% ইনকাম ট্যাক্স দিতে হয়। আর যতটুকু জানি পুরুষ মানুষের সাড়ে তিন লাখ টাকার উপরে ইনকাম থাকলে সেটাকে ট্যাক্সের আওতাভুক্ত করা হয়।

ভাই এখানে সবার শিক্ষার অভাব আছে, Tongue কারণ এক ডলার ইনকাম করলেও সেটার জন্য বৈধতা নেওয়ার জন্য সবাই লাফালাফি করে বড় বড় নিউজ পেপার গুলা বা অনলাইন পোর্টাল গুলা নিউজ করে যে অমুক জন এতো ডলার  ইনকাম করেছে। এগুলা আসলে শিক্ষার অভাব এখন বুঝবে, যারা এতদিন মনে করেন যারা ইউটিউব থেকে ইনকাম করছে বা বিভিন্ন মাধ্যমে ইনকাম করে ফ্রিল্যান্সিং এসে সম্পাদক তথ্য দিয়েছে।  তারা তথ্য লুকাইতে পারবে না গাড়ি-বাড়ি থেকে শুরু করে ব্যবহারের যা কিছু করছে সবকিছুর উপুড়ে এবার মনে করেন ট্যাক্স বসবে।  ভাই আমার নিজের ইটিন করা আছে আমি দুইবার রিটার্ন জমা দিয়েছি কিন্তু আমার কোন চার্জ আসেনি যদিও আমি অনলাইনে নিজে নিজেই সব করেছি এই কারণে হয়তো চার্জ আসে না। 
অনলাইনে ইনকামের উপর সরকার যে চার্জ বসাবে সেটা মূলত একটি রেঞ্জের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে বিশেষ করে যখন সরকার আইটি আয়কর ধার্য করবে তখন হয়তো ন্যূনতম একটি (১০০০ ডলারের নিচে যাদের বার্ষিক ইনকাম তাদের ক্ষেত্রে হয়তো আয়কর ধার্য নাও হতে পারে) যদিও এটা আমি আমার ব্যক্তিগত অভিমত প্রকাশ করলাম এমন তো হতে পারে। তবে একটি বিষয় কমে যাবে যেটা হলো অনলাইনে, ফেসবুকে, নিউজপত্রের আনাচে কানাচে অনেক ফ্রিল্যান্সারদের লাইফ হিস্ট্রি, ইনকাম হিস্ট্রি ঢালাওভাবে তুলে ধরা হয় যদি আইটি খাতে ইনকাম ট্যাক্স ধার্যকর করা হয় তাহলে এইসব বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে। তখন ফ্রিল্যান্সারদের লাইফ হিস্ট্রি ঠিক এভাবে আসবে কোনমতে দিন আনে দিন খায় এর মত।
অনেক ফ্রিল্যান্সাররা রয়েছে যারা অবিবাহিত এবং এই বিজ্ঞাপন তাদের জন্য অবশ্যই দরকার কেননা বিবাহর আগে বিজ্ঞাপন দিয়ে কনে পক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য দিয়ে থাকতে পারে।
১০% ধার্যকর করা হলে বাংলাদেশ থেকে অনেক ফ্রিল্যান্সার ইনকাম ট্যাক্স এর ভয়ে নিজেদেরকে আর আত্মপ্রকাশ করবে না।