জ্বি যুদ্ধ হলে একটু মার্কেটের উপর প্রভাব পড়বে। বিটকয়েনের দাম ২০২৩সালের লো অবস্থা থেকে রিকাবি করা সত্যেও এখনকার মার্কেটের অবস্থা মন্দা যাচ্ছে। সকল কয়েনের দাম কেমন যেন কমে গেছে। ইরান ইসরাইলে ড্রোন হামলা চালানোর পর পর থেকে এমন অবস্থা শুরু হয়েছে। এই যুদ্ধের পালটা আবার ইসরাইল যদি কোন হামলা চালায় ইরানে তাহলে মার্কেট আরো খারাপ হবে। তবে এই অবস্থা শিথিল হতে সময় লাগবে আর বিটকয়েন দাম ১লাখ+$ হবে এটা এটা এখনো ঠিক করে বলা যাচ্ছে না তবে সবকিছু কাটিয়ে উঠতে পারলে বিটিসির অবস্থা ভালো হবে বলে মনে করি।
গতকালের খবর অনুযায়ী ইসরায়েল আবারো ইরানে হামলা করেছে। এইবার কিন্তু তার মিত্র দেশ আমেরিকা বলছে যে ইসরায়েলের নাকি আত্যরক্ষার অধিকার রয়েছে। যে কারনে তারা এই হামলার পক্ষে অবস্থান নিয়েছে। প্রথমে মে ইসরায়েল ইরানের কন্সোলেটে হামলা করলো, তারপর ইরানের আত্যরক্ষার অধিকার ছিলো না? তাহলে তারা ইরানকে হামলা না করার জন্য অনুরোধ করেছিলো কেনো? যাই হোক, ইসরায়েলের লক্ষ্য ছিলো ইরানের পারমানবিক কেন্দ্র গুলো। ইরান জানিয়েছে যে ইসরায়েল যদি তাদের পারমানবিক কেন্দ্র গুলো লক্ষ্য করে, তাহলে ইরান পারমানবিক আইনে পরিবর্তন এনে পারমানবিক অস্ত্র ব্যাবহার করতে বাধ্য হবে। সব খবরের মাঝখানের বিটকয়েনের হাল্ভিং হইয়ে গেলো। বিটকয়েনের দামে আহামরি তেমন কোনো এফেক্ট পড়েনি। আমার মনে হচ্ছে আমরা শর্ট টার্ম বিয়ার মারকেট দেখলেও দেখতে পারি। তবে প্ল্যান বি এর মতে আগামী ৬ মাসে বিটকয়েন ১২০০০০ ডলার পার করার কথা।
LB ভাই একটু সাহস দিয়েন ভাই। বা******র কি যেন মনে করে কিছু এলটকয়েন হোল্ডিং করে রেখেছি। তারপর অনেকেই বলাবলি করে সামনে মার্কেট আরো খারাপ অবস্থায় চলে যাবে। মাঝেমধ্যে মনে হয় সব এলটকয়েন হোল্ডিং করার পরিবর্তে বিক্রি করে দিয়ে টাকায় রূপান্তরিত করে রাখি। শরীরটা ভালো যাচ্ছে না তাই মনে হচ্ছে কিছু টাকা রূপান্তরিত করে বাড়িতে রেখে যাই অথবা ব্যাংকে রেখে দেই। আবার অনেকেই অনেক কিছু বলে যে বিটকয়েন নাকি হালভিং হওয়ার এক বছর পরে অনেক বৃদ্ধি পায়। তাদের দেওয়া মন্তব্য ও সাহস দেখে নিজের মধ্যে কিছুটা স্বস্তি খুঁজে পাই। অনেকগুলো ডলার ছিল সেই ডলারগুলো দিয়ে হাই মার্কেটের সময় কিছু এলটকয়েন কিনে রেখেছি। প্রত্যেক কয়েনে মিনিমাম ২০০ ডলারের উপরে লস রয়েছে এবং সব লস একত্রিত করলে ১৫০০ ডলারের উপরে লস হয়ে যায়। হাজার পাঁচেক ডলার ছিল এগুলো দিয়ে ইথেরিয়াম($3900 করে কিনেছিলাম), WiF($4.63 করে কিনেছিলাম), Solana($183 করে কিনেছিলাম ) Mavia ($6.55 করে কিনেছিলাম) এখন প্রত্যেক কয়েন অর্ধেক করে কমে গেছে। আমার মনে হয় না এই মার্কেট রিকভারি হবে। মাঝেমধ্যে লস দিয়ে বিক্রি করে দেই কি আর করার
প্রয়োজনীয়তা কোন আইন মানে না। মাঝেমধ্যে আপনারা একটু সাহস দিলে তাও নিজের মধ্যে একটু ভালো লাগে একটু স্বস্তি খুঁজে পাই। সেরকমই কিছু স্বস্তিমূলক কিছু লেখা নিচে শেয়ার করলাম।
Bitcoin halving price history:
2012: $12 at halving - $964 1 year later
2016: $663 at halving - $2,550 1 year later
2020: $8740 at halving - $55,801 1 year later
2024: $63,300 at halving - x$ 1 year later
সোর্স:
ফেসবুক