2. Bd officer [16]
মাত্র ১৬ পোস্ট করেও ২ নাম্বার বাহ বেশ ভালোই। এদিকে অনেকেই আবার ৪-৫ পোস্ট করেও ৮-১০ নাম্বারে আছে। মেম্বারের সংখ্যাও কমে গিয়েছে, সকলের চেষ্টা করা উচিত সপ্তাহে অত্যন্ত ২-১ টি পোস্ট করার, সকলেই এক্টিব হয়ে যান মিয়ারা।
বিটকয়েন নিয়ে কার কি প্রেডিকশন? বিটকয়েন তো এযাবৎকালের সবচাইতে বেশি আন প্রেডিকটেবল অবস্থায় চলতেছে। সব এনালিষ্টদের ভূল প্রমান না করলে মনে হয় হচ্ছে না। এনালিষ্টরা প্রেডিক্ট করলো যে বিটকয়েন যদি তার ৫৯ বা ৫৭ এর সাপোর্ট ব্রেক করে নিচে চলে আসে, তাহলে আমরা বিয়ার মার্কেটে চলে যেতে পারি। মাত্র কিছুক্ষন আগে বিটকয়েন আবার ৬০ হাজার ডলার ক্রস করলো। কিছুই বুঝি না আসলে।

ভাই বিটকয়েনের মার্কেট কয়জনে সঠিক ভবিষ্যতবানী করতে পারলো? এখন দেখেন ৬১ হাজার ক্রোস করে প্রায় ৬২ হাজার হয়েছিলো। যাই বলুন, আমার মনে হয় মার্কেট কয়েকদিন এভাবেই উপরে নিচে যেতে পারে এবং এই বছরের লাস্টের দিকে বুল রান শুরু হতে পারে। পূর্বের মতো যদি বুলরান শুরু হয় তাহলে কিন্তু আমাদের জন্য ভালো কি অপেক্ষা করতেছে। তবে এটা আমি আমার ব্যাক্তিগত মতামত প্রকাশ করলাম।