Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
SPARE
on 07/05/2024, 03:59:37 UTC


আমি যাকে ফলো করি, তিনি কোনো বাংলাদেশি ইউটিউবার না। আর আমি কোনো সিগন্যাল ফলো করি না। যেহেতু আমি ট্রেড করি না, তাই সিগন্যাল নেয়ার দরকার ও নাই। কিন্তু আমি তাদের প্রেডিকশন গুলো দেখি এবং প্ল্যান করি। পাকিস্তানি একজন ইউটিউবার আছে মুকাদ্দাস নামের। আমি ওনার চ্যানেল টা ফলো করি। উনি সাধারনত বিটকয়েন প্রাইস এন্যালাইসিস এর পাশাপাশি নতুন নতুন প্রজেক্ট এর এয়ারড্রপ গুলো শেয়ার করে। হাল্ভিং ব্লক এর পর থেকে উনি এই অব্দি একটা প্রজেক্ট থেকে এয়ারড্রপ সহ ইনকাম করেছে প্রায় ২০ হাজার ডলার। এটা শুধু একটা প্রজেক্ট থেকে।

ভাই আপনি যদি ওই ইউটিউবারের চ্যানেলের নামটা শেয়ার করতেন তাহলে অনেক উপকার হত