Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 17/05/2024, 02:46:47 UTC
এয়ারড্রপ থেকে ইনকাম শুরু হওয়াের আগেই ২০০ ডলার নাই হয়ে গেলো। গানের থেকে বাজনা বেশি হয়ে গেলো না?
ভাই এইটা খুবই দুঃখজনক আপনার ২০০ হ্যাকাররা প্রতারণা করে নিয়ে গেছে। ভাই আপনি আমাদের সাজেশন দিতেন অথচ নিজেই প্রতারণার ফাঁদে পড়েছেন। যাইহোক, ভাই আপনার ওই ওয়ালেটে এত বেশি ডলার রাখা উচিত ছিলো না। ভাই আপনার থেকে আমরাও একটি শিক্ষা পেলাম, যে ওয়ালেট কানেক্ট করবো ওই ওয়ালেটে খুব বেশি ডলার রাখবো না।

যারা নটকয়েন মিস করে আফসোস করছেন, তারা ট্যাপ সোয়াপ, মিমফাই, এবং ব্লাম এর মতো প্রজেক্টগুলো মিস করবেন না। ট্যাপ সোয়াপ হচ্ছে সোলানার অফিশিয়াল প্রোডাক্ট। মিমফাই এবং ব্লাম ও ভালো প্রজেক্ট। কেউ জয়েন করতে চাইলে আমারে টেলিগ্রামে নক দিয়েন। ওয়ালেট কানেক্ট করার কোনো ঝামেলা নাই।
নট কয়েন আমি করেছিলাম কিন্তু ট্যাপ করে অল্প পরিমান টোকেন আর্ন করেছিলাম। যাইহোক নট কয়েনের কথা বাদ দিয়ে দেই যেটা চলে গেছে ওই টা নিয়া চিন্তাভাবনা করে লাভ নাই। আচ্ছা ভাই ট্যাপ সোয়াপ এয়ার ড্রপে ট্যাপ করে কত টোকেন আর্ন করতে হবে? মানে মিনিমান কত টোকেন আর্ন করা লাগবে? আমি বেশ কয়েক দিন ধরে এই ট্যাপ সোয়াপ এয়ার ড্রপ করতেছি টোকেন প্রায় ২ মিলিয়নের মতো আর্ন করা হইছে। আপনার টেলিগ্রামে ফলো দিয়া রাখছি আশা করি বিভিন্ন ধরনের আপডেট আপনার কাছে থেকে জানবো।