আমাদের এলাকায় আজকে ১০ টার পর থেকেই আর ঝড় বৃষ্টি কিছুই নেই। যে কারনে বিদ্যুৎ বিভাগের লোকেদের কাজ করতে সুবিধা হয়েছে। ১২ টার দিকে তারা একবার বিদ্যুৎ সরবরাহ চালু করেছে। তারপর আবার লোডশেডিং দিয়ে অন্য দিকে হয়তো কানেকশন মেরামতের কাজ শুরু করে দিয়েছে। ঝড় বৃষ্টির কারনে সবচাইতে বেশি ঝামেলায় পড়ে গ্রাম সাইডের মানুষ গুলো। গাছপালা বেশি থাকার কারনে প্রায়ই গাছ ভেঙ্গে লাইনের ওপরে পড়ে আগুন ধরে যায়। যেকারনে অনেক সময় তার পুড়ে যায়, ছিড়ে যায়। সুপেয় পানির একটা সংকটে পড়তে পড়তে আপাতত বেচে গিয়েছি। আশা করি আপনারা সবাই নিরাপদে আছেন। আমার জানামতে আমাদের থ্রেড এর একজনের বাড়ি বর্ডার এড়িয়াতে, আশা করি উনিও সবাইকে নিয়ে নিরাপদ আছেন।
আলহামদুলিল্লাহ নিজের অবস্থা ভালো, আমার এলাকায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে একটি নিউজে দেখলাম দক্ষিণাঞ্চলের সাতটি জেলায় ১৭ জনের মতন মৃত্যুবরণ করেছে তাছাড়া লক্ষ লক্ষ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন মানুষের আহাজারি দেখে চোখ শুধু অশ্রুষিক্ত হচ্ছে।
যাইহোক আমার থাকার স্থান অনেকটা শহর কেন্দ্রিক হওয়ায় বিপাক ছিল কারেন্ট চলে যাওয়ায় পানির সংকট। আর অবশ্যই যারা ফ্রিল্যান্সিং করে বা অনলাইন এ কাজের জন্য যুক্ত তাদের অবস্থা তো বুঝতেই পারেন কেমন শোচনীয় ছিল প্রায় ৪০ ঘন্টার মতন বিদ্যুৎ ছিল না, এক পর্যায়ে আমাকে অতিরিক্ত টাকা দিয়ে জেনারেটর ভাড়া করে কাজ কমপ্লিট করতে হয়েছে।
আর একটা গুড নিউজ আছে বাংলা থ্রেডের ভাইয়েরা Binance এ Megadrop আসছে ওটায় সবাই পার্টিসিপ্যান্ট কইরেন ভালো একটা প্রফিট পাবেন। BNB=0.01 স্টেক করতে পারবেন এবং Web3 তে গিয়ে টাস্ক কম্পিলিট করবেন। দুইটা মিলিয়ে ১৪$ BNB খরচ হবে। ১২০দিন পর রিওয়ার্ড পাবেন। এটা মিস কইরেন না কেউ। আবার আপনি চাইলেন একটা করবেন তাও করতে পারবেন যেমন Web3 এরটাও করতে পারবেন
আমি অলরেডি আমার হোল্ডিং করা বি এন বি গুলোকে ১২০ দিনের জন্য লক করে দিয়েছি এখন দেখার বিষয় কি পরিমাণ LISTA টোকেন পাই।
এবং আনফরচুনেটলি আমি আমার সম্পূর্ণ বিএনবিকে stake করে দেওয়ার কারণে web3 এর টাস্কটি কমপ্লিট করতে পারতেছি না। এখন আমি কনফিউশনে আছি যদি আমি আমার স্টেক করা বিএনবি গুলোকে রিডিম করে web3 এর কাজটি কমপ্লিট করে আবার স্টেক করে তাহলে কোন সমস্যা হবে?
Web3 এর প্রসেস টা একটু জটিল মনে হয় এভয়েড করেছি।