Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলা (Bengali)
by
Wonder Work
on 30/05/2024, 14:02:52 UTC
⭐ Merited by Crypto Library (1)
আর একটা গুড নিউজ আছে বাংলা থ্রেডের ভাইয়েরা Binance এ Megadrop আসছে ওটায় সবাই পার্টিসিপ্যান্ট কইরেন ভালো একটা প্রফিট পাবেন। BNB=0.01 স্টেক করতে পারবেন এবং Web3 তে গিয়ে টাস্ক কম্পিলিট করবেন। দুইটা মিলিয়ে ১৪$ BNB খরচ হবে। ১২০দিন পর রিওয়ার্ড পাবেন। এটা মিস কইরেন না কেউ। আবার আপনি চাইলেন একটা করবেন তাও করতে পারবেন যেমন Web3 এরটাও করতে পারবেন
আমি অলরেডি আমার হোল্ডিং করা বি এন বি গুলোকে ১২০ দিনের জন্য লক করে দিয়েছি এখন দেখার বিষয় কি পরিমাণ LISTA টোকেন পাই।
এবং আনফরচুনেটলি আমি আমার সম্পূর্ণ বিএনবিকে stake করে দেওয়ার কারণে web3 এর   টাস্কটি কমপ্লিট করতে পারতেছি না। এখন আমি কনফিউশনে আছি যদি আমি আমার স্টেক করা বিএনবি গুলোকে রিডিম করে web3 এর কাজটি কমপ্লিট করে  আবার স্টেক করে তাহলে কোন সমস্যা হবে?
Web3 এর  প্রসেস টা একটু জটিল মনে হয় এভয়েড করেছি।
আচ্ছা ভাই আমি আপনাকে একদম সহজ করে বলে দিচ্ছি তাহলে করতে সুবিধা হবে কোন সমস্যা হবে না। এটা ভাই এভয়েড কইরেন না ভালো আছে এগুলো ১০০% কিছু পাবেন।

যেভাবে করবেন:
১: প্রথমে Binance অ্যাপে ঢুকবেন তারপর Binance এর Home পেজে থেকে দেখবেন অনেক গুলো থ্রেড পাবেন সেগুলো (Referral, Reward Hub, Square, World Of the Day, Auto Investment, More) এগুলো থেকে আপনি শেষের (More) লিখা এটায় ক্লিক করবেন।
২: ক্লিক করার পর আপনাকে একটা নতুন পেজে নিয়ে যাবে যেখানে আরো অনেক থ্রেড দেখতে পাবেন।
৩: নতুন পেজে অনেক গুলো থ্রেড এর মধ্যে Web3 Wallet দেখতে পাবেন ওটায় যাবেন।
৪: Wallet এর (Send, Receive) এগুলো থেকে (Receive) এ ক্লিক করবেন।
৫: নতুন একটা পেজ পাবন (Move funds from exchange to wallet) এটার পাশে লেখা (Transfer In)  এটায় ক্লিক করবেন।
৬: 0.01BNB উইথড্র করবেন।
এটা করার পর আপাতত কাজ শেষ Wallet এ BNB উইথড্র হতে একটু সময় নেবে। উইথড্র হলে আর কোন কাজ নেই আপাতত বের হয়ে আসবেন।

Screen Shots দেখুন:
1: https://talkimg.com/images/2024/05/30/LhgYG.jpeg
2: https://talkimg.com/images/2024/05/30/LhiiD.jpeg
3: https://talkimg.com/images/2024/05/30/LhKwf.jpeg
4: https://talkimg.com/images/2024/05/30/LhbEZ.jpeg
5: https://talkimg.com/images/2024/05/30/Lhp48.jpeg
6: https://talkimg.com/images/2024/05/30/LhO23.jpeg

আমি জুনিয়র মেম্বার হতে পারিনি তাই আমার ফটো ইমেজগুলো দেখা যাচ্ছে না Crypto Library ভাই। একটু কষ্ট করে দেখে নিয়েন ভাই।

আপাতত এখানে শেষ এখন আসি মুল কাজে। কিভাবে Mega Drop করবেন এটাও বলে দিচ্ছি ভাই ফলো করুন।
১: প্রথমে Binance অ্যাপে ঢুকবেন তারপর Binance এর Home পেজে থেকে দেখবেন অনেক গুলো থ্রেড পাবেন সেগুলো (Referral, Reward Hub, Square, World Of the Day, Auto Investment, More) এগুলো থেকে আপনি শেষের (More) লিখা এটায় ক্লিক করবেন।
২: ক্লিক করার পর আপনাকে একটা নতুন পেজে নিয়ে যাবে যেখানে আরো অনেক থ্রেড দেখতে পাবেন।
৩: নতুন পেজে অনেক গুলো থ্রেড এর মধ্যে Mega Drop দেখতে পাবেন ওটায় যাবেন।
৪: Lista (On Going) এটায় যাবেন।
৫: নিচের দিকে (Liquid staking with ListaDAO) এটা দেখতে পাবেন এবং (Start Quest) এটা ক্লিক করবেন।
৬: (Start Now) এটা ক্লিক করবেন।
৭: (Wallet Connect) করবেন।
৮: (Stake) করবেন।
৯: (0.01BNB) সিলেক্ট করবেন।
১০: (Deposit) হবে।
১১: (Verify) ফাইনালি কম্পিলিট।

Screen Shots দেখুন:
1: https://talkimg.com/images/2024/05/30/LhgYG.jpeg
2: https://talkimg.com/images/2024/05/30/LhWRw.jpeg
3: https://talkimg.com/images/2024/05/30/Lher9.jpeg
4: https://talkimg.com/images/2024/05/30/LhqWN.jpeg
5: https://talkimg.com/images/2024/05/30/LhlQa.jpeg
6: https://talkimg.com/images/2024/05/30/LhxYo.jpeg
7: https://talkimg.com/images/2024/05/30/Lo28T.jpeg
8: https://talkimg.com/images/2024/05/30/Loawl.jpeg
9: https://talkimg.com/images/2024/05/30/LoXE1.jpeg
10: https://talkimg.com/images/2024/05/30/Lod5m.jpeg
11: Complete (The End)

আশা করি খুব সহজে বুঝাতে সক্ষম হয়েছি। যারা যারা করবেন কেউ মিস কইরেন না, করে রাখেন সবাই।