Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Imugen
on 02/06/2024, 02:48:43 UTC
আপনাকে স্বাগতম এবং অভিনন্দন। আমাদের এই লোকাল থ্রেডে। আশা করি আপনি  ফোরামের নিয়ম কানুন গুলো অলরেডি ভালোভাবে পড়েছেন আর যদি না পড়ে থাকেন তাহলে বলবো আমি এই সাতটি টপিক ভালো করে পড়ুন। আর অবশ্যই যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনি যখন এই  পোস্টগুলো  পড়বেন তখন আপনার মনের ভেতর যে বিষয়গুলো বুঝবেন না সেগুলো নিয়ে প্রশ্ন আসবে, আর সেটা অবশ্যই নির্দ্বিধায় আপনি এখানে জিজ্ঞাসা করতে পারবেন।
তারপর আপনি যদি ফোরামের মধ্যে এক্সপ্লোরেশন ক্ষমতা স্পিড আপ এবং বাড়াতে চান তাহলে আপনি আমার এই পোস্ট গুলো খেয়াল করতে পারেন,
- https://bitcointalk.org/index.php?topic=631891.msg62916610#msg62916610
@Crypto Library স্যার আপনাকে অনেক ধন্যবাদ, নতুন হিসেবে শেখার জন্য ফোরামে কি কি করতে হবে সেজন্য আপনি আমাকে বিভিন্ন পোস্ট টপিক শেয়ার করেছেন। আপনার উল্লেখিত পোস্টের টপিকগুলি আমি ইতিমধ্যে পড়েছি এবং পোস্টগুলো আমাকে আরোও বেশ কয়েকবার পড়তে হবে। আপনার দেওয়া লিংকের পোস্টগুলি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ লেগেছে এবং আমি এখান থেকে বেশ কিছু অতিরিক্ত তথ্য পেয়েছি যা আমি এর আগে পাইনি। আপনার উল্লেখ করা টপিকের পোস্টগুলো পড়ার কারণে আমার অনেক বিষয়ে ধোঁয়াশা কেটে যাচ্ছে।