Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 02/06/2024, 08:21:57 UTC
@Crypto Library স্যার আপনাকে অনেক ধন্যবাদ, একজন নতুন হিসেবে শেখার জন্য ফোরামে কি কি করতে হবে সেজন্য আপনি আমাকে বিভিন্ন পোস্ট টপিক শেয়ার করেছেন। আপনার উল্লেখিত পোস্টের টপিকগুলি আমি ইতিমধ্যে পড়েছি এবং পোস্টগুলো আমাকে আরোও বেশ কয়েকবার পড়তে হবে। আপনার দেওয়া লিংকের পোস্টগুলি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ লেগেছে এবং আমি এখান থেকে বেশ কিছু অতিরিক্ত তথ্য পেয়েছি যা আমি এর আগে পাইনি। আপনার উল্লেখ করা টপিকের পোস্টগুলো পড়ার কারণে আমার অনেক বিষয়ে ধোঁয়াশা কেটে যাচ্ছে।
ভাই আমাকে স্যার বলার কোন প্রয়োজন নাই। আপনিও বাঙালি আমিও বাঙালি আমরা ভাই ভাই। আমার সার্থকতা তখনই হবে যখন আপনি ঐসব লিংক গুলো প্রপারলি পড়ে ফলো করে ফিউচারে একটা ভালো অবস্থানে যাবেন।
আর অবশ্যই একদিনে সবগুলো পড়তে যাবেন না অন্যথায় দেখা যাবে যে অতিরিক্ত খাবার ফলে বদহজম হয়ে উল্টো খারাপ প্রভাব পড়বে।

7. Wonder Work [9]
মে মাসের একটিভিটি দেখে আমি অবাক হয়ে গেলাম আমি একটা নতুন মেম্বার হয়েও প্রথম ১০ জনের মধ্যে রয়ে গেছি। আমি মে মাসের টোটালে ৯ টা পোস্ট করেছি আশা করি আমি আরো বেশি পোস্ট করব সামনের মাসগুলোতে।

আপনাকে অভিনন্দন আপনার স্টার্টিং ভালো যাচ্ছে, হ্যাঁ অবশ্যই আপনাকে স্বাগতম আরো বেশি পোস্ট এক্টিভিটি বাড়ানোর জন্য তবে অবশ্যই মনে রাখবেন কোয়ান্টিটি এর সাথে কোয়ালিটি মেইন্টেন থাকতে হবে।

Quote
কিন্তু এখানে আমার একটা প্রশ্ন হল বাংলা লোকাল বোর্ডের অনেক ভালো ভালো রেংকের ভাইয়েরা অন্যান্য থ্রিডি ঠিকই পোস্ট করে কিন্তু এই বাংলাতে এতটাই একটিভ নেই। তারা কি বাংলা থ্রেড একবারে ছেড়ে চলে গেলো নাকি?
আর আমি একটা দেখেছি বাংলা লোকাল বোর্ডে পোস্ট করলে কোন কিছু জানতে চাইলেও অনেক দেরিতে কেউ একজন এসে উত্তর করে কিন্তু এরকম কেন একটু যদি বিস্তারিত কেউ করতেন তাহলে ভালো হতো।
তারা বাংলা থ্রেড ছেড়ে চলে যায়নি হয়তো সিগনেচার ক্যাম্পেইন এর নিয়ম-কানুন ফলো করতে গিয়ে অথবা কাজের চাপে সময় পায়না দেখে হয়তো বাংলা থ্রেড এই পোস্ট করা হয়ে ওঠেনা।
আপনার যে কোন প্রশ্ন যদি জানার ইচ্ছা হয় ফোরামে আহ করবেন আমি আছি Learn Bitcoin, LM ভাই  তাছাড়া আরো অনেক রয়েছে রিপ্লাই দেওয়ার জন্য।
1. Learn Bitcoin [28]
কোনো রকম স্পেশাল ইন্টেনশন ছাড়া যদি এরকম টপ পোষ্টার হওয়া যায়, তাহলে তো মন্দ না। আপনাকে ধন্যবাদ এরকম ভাবে কষ্ট করে মাসের প্রথম দিনে লোকাল থ্রেড ওভারভিউ পোষ্ট করার জন্য। এপ্রিল মাস থেকে মে মাসের ষ্টাটস ভালোই দেখা যাচ্ছে। বিশেষ করে মেরিট ট্রানজেকশন গত মাসের তুলনায় অনেক বেশি হয়েছে। একটিভ থাকার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ।
অনেকদিন পর আবার এই এনালাইসিস টা করতে গিয়ে একটু ভালো লেগেছে। আশা করি এই ধরনের একটিভিটি অব্যাহত থাকবে বরং আরো বাড়বে।
আর ভাই আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না, আমি আমার এই এনালাইসিস মূলত নাঈম ভাইয়ের কাছ থেকে শিখেছিলাম পূর্বে তিনি এই কাজটি করতেন বর্তমানে তার অবর্তমানে আমি এটা চালিয়ে যাচ্ছি, অনুপ্রেরণা তার কাছ থেকেই।

Ricardo11 ভাই আপনি কি আসলেও পুরাতন ইউজার নাকি অ্যাকাউন্ট কিনেছেন?
পুরাতন ইউজার হলে এবং মেরিট পেয়ে থাকলে নিয়ম-কানুন তো জানার কথা- এর আগে অলরেডি মেরিট চেয়েছেন আর এখন দেখতেছি পরপর দুটি পোস্ট করেছেন ফোরামের রুলস এর বাহিরে ।
আপনি আপনার একটি পোস্ট ডিলিট করে দিয়ে পূর্বের পোস্টে এডিট করে সেভ করে দিন। না হলে মডারেটর এর নিজের করতে হবে।