কোনো পোস্ট এর রিপ্লে করলে, সে রিপ্লাইটা বিটকয়েন ফোরাম কেটে দেয় কেন। কি কি কারনে পোস্ট ডিলিট করে বিটকয়েন ফোরাম।
What post of yours has been deleted? I don't see any of your post deleted. Did you receive a notification that your post was deleted?
আপনার কোন পোস্ট মুছে ফেলা হয়েছে? আমি আপনার কোন পোস্ট মুছে ফেলা দেখতে পাচ্ছি না। আপনি কি এমন কোন বিজ্ঞপ্তি পেয়েছেন যে আপনার পোস্ট মুছে ফেলা হয়েছে?
ভাই, এই সপ্তাহের মধ্যে আমার এই পোস্টটি ডিলিট করা হয়েছে।
হয়তো রিপ্লাইটা অনেক লো কোয়ালিটি দিয়েছে। আমার মনে হয়।
ভাই একটু বলবেন কি জন্য এই পোস্টটা ডিলিট হল। ভবিষ্যতে যাতে আমার আর কোন পোস্ট ডিলিট না হয়। কোন ধরনের প্রবলেম গুলা ইগনোর করতে হবে একটু বলে দেন প্লিজ।
পোস্ট করার আগে অবশ্যই দেখে নেবেন টপিকটি অ্যাক্টিভ কিনা। আপনি যে টপিকে পোস্ট করেছেন সেটি ২০১১ সালের তৈরি হওয়া একটি টপিক আর যার লাস্ট রিপ্লাই ছিল ২০১১ সালের জুন মাসের আট তারিখে।-
আর সম্ভবত যখন আপনি দেখবেন একটি টপিকে ১২০ দিনের মধ্যে কোন ডিসকাশন হয়নি অটোমেটিক্যালি পোস্ট করার পূর্বেই ওয়ার্নিং দিবে যে টপিকটিতে ১২০ দিনের মধ্যে কোন ডিসকাশন হয়নি তাই ভালো হবে নতুন আরেকটা টপিক খোলা ওই টপিকে পোস্ট করার চাইতে। আর আপনার পোস্টটি ডিলিট হওয়ার মূল কারণ এটি।

Yes, you're right. I'm pretty sure that's the reason for deleting the post. I didn't pay attention to the date of the last post in the topic. The reason for deleting the post is so-called necroposting, i.e. posting a post in a long-forgotten old topic.
হ্যাঁ, আপনি সঠিক। আমি আত্মবিশ্বাসী যে সেটা পোস্ট ডিলিট করার কারণ। আমি থ্রেডের শেষ পোস্টের তারিখে মন দেইনি। পোস্ট ডিলিট করার কারণ হলো সো-কল্ড নেক্রোপোস্টিং, অর্থাৎ একটি পুরনো ভুলে যাওয়া টপিকে পোস্ট করা।