Post
Topic
Board Other languages/locations
Merits 6 from 3 users
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 13/06/2024, 18:00:21 UTC
⭐ Merited by Xal0lex (3) ,Halab (2) ,wtsimis (1)
কোনো পোস্ট এর রিপ্লে করলে, সে রিপ্লাইটা বিটকয়েন ফোরাম কেটে দেয় কেন। কি কি কারনে পোস্ট ডিলিট করে বিটকয়েন ফোরাম।

What post of yours has been deleted? I don't see any of your post deleted. Did you receive a notification that your post was deleted?

আপনার কোন পোস্ট মুছে ফেলা হয়েছে? আমি আপনার কোন পোস্ট মুছে ফেলা দেখতে পাচ্ছি না। আপনি কি এমন কোন বিজ্ঞপ্তি পেয়েছেন যে আপনার পোস্ট মুছে ফেলা হয়েছে?

ভাই, এই সপ্তাহের মধ্যে আমার এই পোস্টটি ডিলিট  করা হয়েছে।

হয়তো রিপ্লাইটা অনেক লো কোয়ালিটি দিয়েছে। আমার মনে হয়।
ভাই একটু বলবেন কি জন্য এই পোস্টটা ডিলিট হল। ভবিষ্যতে যাতে আমার আর কোন পোস্ট ডিলিট না হয়। কোন ধরনের প্রবলেম গুলা ইগনোর করতে হবে একটু বলে দেন প্লিজ।
পোস্ট করার আগে অবশ্যই দেখে নেবেন  টপিকটি অ্যাক্টিভ কিনা। আপনি যে টপিকে পোস্ট করেছেন সেটি ২০১১ সালের তৈরি হওয়া একটি টপিক আর যার লাস্ট রিপ্লাই ছিল ২০১১ সালের জুন মাসের আট তারিখে।-
আর সম্ভবত যখন আপনি দেখবেন একটি টপিকে ১২০ দিনের মধ্যে কোন ডিসকাশন হয়নি অটোমেটিক্যালি পোস্ট করার পূর্বেই ওয়ার্নিং দিবে যে টপিকটিতে ১২০ দিনের মধ্যে কোন ডিসকাশন হয়নি তাই ভালো হবে নতুন আরেকটা টপিক খোলা ওই টপিকে পোস্ট করার চাইতে। আর আপনার পোস্টটি ডিলিট হওয়ার মূল কারণ এটি। 

আলহামদুলিল্লাহ্ আমি আজকে Jr-Member হয়েছি। যদিও এটা খুবই ছোটখাটো একটা অর্জন মনে হতে পারে অন্যদের কাছে কিন্তু আমার কাছে এটা খুবই বড় একটি অর্জন। আমি ফোরামে আসার পর অনেক পরেছি ফোরাম সম্পর্কে এবং মোটামোটি অনেক কিছু শিখতেছি। আমি অনেক আগেই মেরিট পেয়েছিলাম কিছু কিন্তু Jr-Member রেংক স্পর্শ করতে পারিনি কারন আমার একটিভিটি ছিলো কম এর জন্য আমি Jr-Member এর মাইল ফলক স্পর্শ করতে পারিনি। ১৪দিন পরে পরে পোস্টের একটিভিটি ইনক্রেজ হয় এর জন্য৷ আজকে আমার একটিভিটি বেড়েছে এবং Jr-Member হয়েছি। আমার খুবই ভালো লাগছে যে এখন থেকে আমি ফটো লিংক ব্যবহার করলে আমার ফটো দেখা যাবে ফোরামে। আমার অনুভূতি খুবই ভালো আজকে। আপনারা যারা বড় রেংক এর একাউন্টের মালিক তারা সাহায্য করবেন আপনাদের সাহায্য সহযোগিতা পেলে আমি সামনে আরো ভালো করতে পারবো।
আপনার অনুভূতিটা আমি বুঝতে পারতেছি। একজন বিগিনার হিসেবে আপনার পোস্টিং কোয়ালিটি এবং পোস্টের ধরন অনেকটা ভালো, আশা করি রুলস গুলো ফলো করে সামনে  এগিয়ে যেতে পারবেন, আর যদি  রুলসগুলো না ফলো করতে পারেন তাহলে দেখবেন এই ফোরামে অনেক ভালো ভালো অ্যাকাউন্ট যেভাবে হারিয়ে গিয়েছে সেভাবে আপনারটাও হারিয়ে যাবে। তাই পূর্ব থেকেই আপনাকে সাজেশন দেবো প্রাথমিকভাবে কোয়ালিটি ফুল পোস্ট করবেন যেটা ফোরামের নিয়মের বাহিরে যায় না আর এভাবে যদি চালিয়ে যেতে পারেন অবশ্যই সাপোর্ট পাবেন।
আমি আমার জুনিয়র মেম্বার হওয়ার স্মৃতিগুলো নোট করে রেখেছি যেন  নতুন মেম্বাররা  ফোরামে আসলে তাদেরকে অনুপ্রাণিত করার জন্য শো করতে পারি-
এই যে দেখেন Crypto Library এর ফোরামের যাত্রা-
সিগনেচার ক্যাম্পেইনে কিভাবে কাজ করতে হয়?
আর পোস্টগুলো কি যেকোনো থ্রেডে দিলেই হবে?
পোস্ট গুলোর ধরন কি ওই প্রজেক্ট সম্পর্কে হওয়া লাগবে ?

আসলে সিগনেচার ক্যাম্পেইন দেখে এখানে আমার কাজ করার ইচ্ছা জেগেছে , হয়তো 30 অ্যাক্টিভিটি হওয়ার পরে আমার  র‍্যাংক  জুনিয়র মেম্বারের চলে যাবে এরপর থেকে আমি সিগনেচার ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারব এর জন্য আমার প্রশ্ন গুলো করা Smiley

shasan ভাই এর অভিনন্দন এবং অনুপ্রাণিত করা-
আসলে সিগনেচার ক্যাম্পেইন দেখে এখানে আমার কাজ করার ইচ্ছা জেগেছে , হয়তো 30 অ্যাক্টিভিটি হওয়ার পরে আমার  র‍্যাংক  জুনিয়র মেম্বারের চলে যাবে এরপর থেকে আমি সিগনেচার ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারব এর জন্য আমার প্রশ্ন গুলো করা Smiley
আপনাকে অভিনন্দন আপনি জুনিয়র মেম্বার হয়েচেন। আশা করি খুব শীঘ্রই মেম্বার হবেন সে জন্য অগ্রিম শুভকামনা রইল। নিচে আপনের প্রস্নগুলর উত্তর দেওয়া হল।

আমি তেমন কোন রেপুটেবল ইউজার না কে আইডল হিসেবে মানবেন, তবে এটলিস্ট যতটুকু পজিশন অর্জন করতে পেরেছি এটাও একদম জিরো থেকেই হয়েছে, সো আগামী দিনের জন্য আমাদের লোকাল বোর্ডের যত নিঊবি এবং জুনিয়র মেম্বার রয়েছে সবাইকে শুভকামনা।