Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৪
by
Wonder Work
on 03/07/2024, 03:25:06 UTC
⭐ Merited by ~speedx~ (1) ,Bd officer (1)

আমি বহুত আগে রেজিস্টার করেছিলাম ফোরামে আর আপনাকে দেখছি মে মাসের ২০ তারিখে রেজিস্টার হয়েছেন।
আপনার টোটাল ৪৪ দিন হয়েছে এখন টেবিলটি খেয়াল করে দেখুন ৪৪ দিনে আপনার কয়টা অ্যাক্টিভিটি হওয়ার কথা ছিল দেখতেই পাচ্ছেন টেবিলটির তিন নম্বর সাড়িতে ৩*১৪=৪২ টি
আপনি যেহেতু ৪৪ নম্বর দিনে রয়েছেন তাই আপনার অ্যাক্টিভিটি আরো ১৪ টি যোগ হয়েছে আর দেখতেই পাচ্ছেন আপনার টোটাল এক্টিভিটি ৫৬ টি
আপনি যখন ৫৬ নম্বর দিনটি ক্রস করবেন এবং আপনার অ্যাক্টিভিটি অটোমেটিক্যালি আরো ১৪ টি বেড়ে ৭০ টি হয়ে যাবে। মানে এই জুলাই মাসের ১৫ তারিখে আপনার একটিভিটি আরো চৌদ্দটি বাড়বে।
আশা করি এখন বিষয়টি আপনার নিকট ক্লিয়ার হয়েছে। না হলে আবার জিজ্ঞাসা করবেন হয়তো এখানে আমার থেকে আরো সিনিয়র ভাইয়েরা রয়েছে তারা ভালোভাবে জবাব দিতে পারবেআর আমিও চেষ্টা করব।
ও হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আমি যে নতুন ২০ তারিখে একাউন্ট করেছিলাম এই বিষয়টি আমার মাথায় ছিল না ভুলে গিয়েছিলাম এজন্য বিষয়টি ডাব ছিল। ধন্যবাদ আপনাকে বিষয়টা সম্পর্কে আমাকে অবগত করার জন্য।

প্রথম দশজন পোস্টদাতা
2. Wonder Work [16]
7. Bd officer [9]


ওয়াও আমি রীতিমতো এই মাসে অবাক হয়ে গেলাম গত জুন মাসে আমি সাত নম্বরে ছিলাম এবং এই মাসে দুই নাম্বার এসে গেছি। গত মে মাসে মাত্র ৯ট পোস্ট করে সাত নম্বরে ছিলাম। ১৬টি পোস্ট করে Bd officer দ্বিতীয় অবস্থানে ছিল।

বিষয়টা খুব সুন্দর ম্যাজিকের মত হয়ে গেছে গতমাসে Bd officer ভাই ২ নাম্বার পজিশনে ছিলো আমি ছিলাম ৭ নাম্বার পজিশন ছিলাম এই মাসে শুধু উলটপালট হয়েছে আমি দুই নাম্বারে Bd office ভাই ৭ নাম্বারে। সেও ১৬টা পোস্ট করে দ্বিতীয় নাম্বারে ছিলো এবং আমি ৯টা পোস্ট করে ৭ নাম্বারে ছিলাম এইবার শুধু উল্টো হয়ে গেছে।