Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 1 user
Re: বাংলা (Bengali)
by
Z_MBFM
on 05/07/2024, 18:54:15 UTC
⭐ Merited by Wonder Work (2)
আমি একটা বিষয় জানতে চাচ্ছি সেটা হল :
আমার এই ছোট্ট অ্যাকাউন্ট নিয়েও একটা সিগনেচার ক্যাম্পেইনে অ্যাপ্লাই করেছিলাম সেখানে আমাকে সিগনেচার ক্যাম্পেইনে কাজ করার জন্য এক্সেপ্ট করা হয়েছে কিন্তু আমি এর আগে কখনো সিগনেচার ক্যাম্পে নিয়ে কাজ করিনি কারন আমি একদম নতুন ই ফোরামে নতুন মেম্বার হয়েও আমি এটার সুযোগ পেয়েছি আমার যোগ্যতা দিয়ে। এই সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে আমাকে একটু সবাই ধারণা দিবেন এবং আমি কি কি ধরনের কাজ করলে এবং কিভাবে কি করলে আমার অনেক ভালো কিছু হবে সিগনেচার ক্যাম্পেইন এর জন্য। কারণ যারা আমাকে সিগনেচার ক্যাম্পেইন করার সুযোগ দিয়েছে তাদের কিছু দিক নির্দেশনা দেওয়া আছে সেটা ফলো করার চেষ্টা করতেছি কিন্তু আমার এই লোকাল বোর্ডের ভাইরা আমাকে একটু সিগনেচার ক্যাম্পেইন করার সম্পর্কে ভালো করে বুঝিয়ে দেবেন আমি কিভাবে কি করলে ভালো হবে।
সিগনেচার ক্যাম্পেইনে একেক ম্যানেজার তাদের নিজস্ব রুলস রাখে আপনি রুলস ফলো করেন কি করতে বলছে তাহলে নিজেই বুঝতে পারবেন। যে বিষয়গুলো ডাবল চেক করবেন তা হলো।
  • সপ্তাহে কতগুলো পোস্ট করতে বলছে
  • সর্বনিম্ন কত ক্যারেক্টারের পোস্ট কাউন্ট করবে
  • কোন কোন টপিকে বা বোর্ডে পোস্ট করলে কাউন্ট করবে না সেটা দেখবেন।
  • লোকাল পোস্ট সর্বোচ্চ কতটা কাউন্ট করবে
  • পার্সোনাল টেক্সট লাগানো বাধ্যতামূলক কি না

[/quote]
সিগনেচার ক্যাম্পেইন একটা দিকনির্দেশনা দেওয়া থাকে দশটা বা ২০ টা পোস্ট করতে হবে সপ্তাহে। আমি কি এই দশ টাকা বিশটা পোস্ট করব নাকি আরো বেশি করব? একটু এগুলা সম্পর্কে অভিজ্ঞ ভাইয়েরা মতামত দিবেন।
[/quote]
যতগুলো পোস্ট এর কথা বলবে সপ্তাহে কতগুলো পোস্ট আপনাকে করতে হবে সেই এমাউন্ট পোস্ট বাধ্যতামূলক। সেই পরিমান পোস্ট এর কম হলে আপনি প্যামেন্ট পাবেন না। কিন্তু বেশি করলে সমস্যা নেই। সবসময় বেশি বেশি পোস্ট করার চেষ্টা করবেন। কারন প্রতি সপ্তাহে শুধু সিগনেচার ক্যাম্পেনের রিকোয়ারমেন্ট পূরন করাটা কোনো কোয়ালিটি ইউজারদের কাম্য নয়। আপনি প্রতি সপ্তাহে শুধু সিগনেচার রিকোয়ারমেন্ট পূরন করা মানে আপনি ফোরামে কোনো সময় দিচ্ছেন না আপনার উদ্দেশ্য শুধু সিগনেচার করা। এতে আপনি কোয়ালিটি ইউজার হবেন না কিছু কিছু বড় ম্যানেজারদের কাছে এবং বড় বড় প্যামেন্টের কোনো ক্যাম্পেইনে হয়তবা আপনাকে একসেপ্ট করবে না।


আমি ফোরামে একজন নতুন মেম্বার। আমি গত মাসে একাউন্টটি করেছিলাম আমার এক বন্ধুর মাধ্যমে। এই কয়েকদিন যাবত আমি কিছু কিছু খেয়াল করলাম এবং আজকে আমি এই লোকাল বোর্ডটা খুঁজে পেলাম। সেজন্য আমি এখানে আজকে পোস্ট করলাম একটা। আমি এই ফোরাম সম্পর্কে জানতে চাই এবং শিখতে চাই এটার জন্য আমাকে কি করতে হবে। আমাকে কিভাবে আগালে এই ফোরাম সম্পর্কে আমি ভালো জানতে পারব?
ফোরামে বেশি বেশি এক্টিভ থাকুন। আর আপনি সহ অন্যান্য নতুনরা যে প্রশ্নগুলো করতে পারে তার প্রায় সবগুলো এই বাংলা সেকশনের প্রথম পোস্টে দেওয়া আছে আপনি হয়তবা খেয়াল করেননি। আমি এখানে আবারো সেগুলো কোড করলাম। এই বিষয়গুলো ভালোভাবে পড়েন। তাহলে অনেক কিছু বুঝতে পারবেন।