যারা নট কয়েন মিস করেছিল তারা মনে প্রানে Hamster Kombat ও Tapswap করেছিল খুব যত্ন করে কিন্তু আজ পর্যন্ত তাদের কোন আপডেট নেই। ফলে অনেকেই Dogs কে এতটা গুরুত্বপূর্ণ মনে করেছিল না যার কারণে এই এয়ার্ডপে যারা মিস করেছে তারা মূলত অভিমান থেকেই মিস করেছে। হয়তো অনেকেই ভেবেছিল আগের দুটো ঘোড়ার ডিম ধরিয়ে দিয়ে এটা আর কি পরিমান টাকা দেবে এজন্যই এখানে কেউ সিরিয়াসলি নিয়েছিল না। আমিও না ফলে সামান্য কিছু dogs পেয়েই খুশি রইলাম। তবে বাইনান্স এক্সচেঞ্জে ডিপজিট করে রেখেছি দেখি অনেকে বলাবলি করছে যে 20000 পরিমান ডগ্স নাকি ফ্রি দেবে।
রেফারের ব্যাপারটা আমি আগে জানতাম না কিন্তু আশেপাশে অনেক পোলাপান ১৫ টাকা পার রেফার নিয়ে ফাটাফাটি কোপ দিয়েছে। তাতে বুঝলাম এগুলোতে কোন সমস্যা হয় না কেননা তাদের কমিউনিটি রয়েছে কেউ যদি রেফার কিনতে চায় তাহলে তাদের কমিউনিটিতে লিঙ্ক ওপেন করে দিয়ে অল্প কিছু সময়ের মধ্যে রেফার কমপ্লিট করে দেয়। আমার তো মনে হয় না এতে কোন সমস্যা হওয়ার কথা।
বিষয়টা আসলে আমিও জানতাম না এবং কিভাবে করে সেটা এখনো জানিনা। আর এয়ার ড্রপ নিয়ে বরাবরের মতোই আমার ইন্টারেস্ট কম থাকায় এটা নিয়ে আর ঘাটাঘাটি করিনি। তবে বর্তমানে DOGs এর এয়ার ড্রপ টি আমাকে এটা নিয়ে ভাবিয়েছে।
তবে আমার কথা হল রেফার কিনে এয়ার ড্রপ করা কতটুকু ইথিকাল ?
আপনারা আমাদের কমিউনিটির Little Mouse ভাই কে চিনে থাকবেন। উনি বাংলাদেশের একটা বর্ডার সাইড এড়িয়াতে বাস করেন। আমি আশংকা করতেছি যে ওনার এলাকা একদম প্রথম দিকে প্লাবিত হয়েছে। আমি ২০ তারিখে ওনার টেলিগ্রামে মেসেজ দেই যেটা সিন করে নাই। প্রথমে আমি বুঝতে পারি নাই। আজকে ওনার মোবাইলে কল দিয়ে দেখি যে মোবাইল বন্ধ। দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারনে মোবাইল বন্ধ। কিন্তু ৩ দিন যাবৎ মোবাইল বন্ধ মানে ওনার ফ্যমিলি এখনো উদ্ধারের আওতায় আসেনি। আমার কাছে শুধুমাত্র ওনার মোবাইল নাম্বার ছাড়া আর কোনো ঠিকানা নাই যে হেল্প করার চেষ্টা করবো। ওনার ছোট একটা বাচ্চা আছে যার জন্য সবচাইতে বেশি চিন্তা করছি।
এমনিতেই বন্যার বিভিন্ন নিউজ দেখে ভিডিও দেখে নিজের মানসিক অবস্থা বিধ্বস্ত তার উপরে Little Mouse ভাইয়ের ইনঅ্যাক্টিভ থাকাটা আরও খারাপ পরিস্থিতিতে নিল।
সম্প্রতি আরেকটা নিউজ শুনলাম বন্যার অবস্থা আরো ভয়াবহ খারাপের দিকে যাচ্ছে
রেড অ্যালার্ট ফর মিরসরাই। -
https://t.me/fotik577/941ভাই আমরা ফান্ডিং নিয়ে আসলে কিছুই করতে পারবো না। আমি সরাসরি আস সুন্নাহ ফাউন্ডেশনের ওয়েবসাইটে গিয়ে ডোনেট করেছি। কারন ওনারা একমাত্র সঠিক ভাবে কাজ করবে বলে মনে করি। আমরা ফান্ড কালেক্ট করে কোথায় যাবো? ৫০ হাজার টাকা নিয়ে গেলে সেখানে কিছুই হবে না। জরুরী দরকার কিছু ইন্জিন চালিত নৌকা যেটা দিয়ে মানুষকে উদ্ধার করতে হবে। এই মুহুর্তে কি করবো কিছুই মাথায় আসছে না। আপনারা আস সুন্নাহ ফাউন্ডেশনে গিয়ে ডোনেট করতে পারেন।
https://assunnahfoundation.org/donate/floodআপনার সাথে আমি একমত কারণ এখানে আমরা কমিউনিটি এর যে কয়েকজন মানুষ রয়েছে এদের টাকায় খুব একটা বেশি লাভ হবে না, তবে আমি ভাবতেছি আমরা যদি গ্লোবাল বোর্ডে একটা টপিক খুলি ডোনেশন এর জন্য এবং লোকাল কোন ভলেন্টিয়ার গ্রুপ বা সুন্নাহ ফাউন্ডেশনকে সরাসরি ডোনেশন থেকে আসা ফান্ড দিয়ে দেই তাহলে কেমন হয়?