Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Z_MBFM
on 28/08/2024, 15:17:12 UTC
রাশিয়ার পুতিন দেখলাম তার মুক্তির জন্য জোর সুপারিশ করেছে একটা বিষয় বুঝলাম না এরকম একটা রত্ন কে কিভাবে একটি দেশ বিতাড়িত করতে পারে। আমার মনে হয় অন্যরকম একটি রাজনৈতিক প্রতিহিংসা কাজ করেছে এখানে।
এটা কি রাজনৈতিক প্রতিহিংসা নাকি তার অপরাধ মূলক কার্যক্রমের জন্য গ্রেপ্তার করা হয়েছে। টেলিগ্রামের সিও পাভেল দুরভকে ফরাসি পুলিশরা গ্রেপ্তার করার পর উল্লেখ করা হয়েছিল যে তার প্লাটফর্মে শিশুপর্ণো, ড্রাগস তথা মাদক এবং মানিলন্ডারিং এর জন্য অভিযোগ রয়েছে। যার জন্য সে বিভিন্ন দেশে ঘুরে বেড়ালেও অবশেষে তাকে ফ্রান্সে থেকে গ্রেপ্তার করা হয়।
পাভেল দুরভক ছারা পেয়েছে এই নিউজটি কিছুক্ষণ আগে আমি পেয়েছি। তিনি নির্দোষ প্রমাণিত হয় এবং ফরাসি পুলিশ তাকে ছেড়ে দেয়। তার জন্য অনেকেই সুপারিশ করেছে এর মধ্যে Elon Musk কেউ দেখেছি। যাইহোক তার ছাড়া পাওয়ার নিউজটি নতুন লিস্ট হওয়া Dogs এর উপর পজেটিভ প্রভাব পড়তে পাড়ে যদিও Meme কয়েন নিয়ে কোনো বিশ্বাস নেই। meme কয়েন হলো আবহাওয়ার মতো কখন কি হয় বলা যায় না। তবে আজকে দেখলাম Dogs এর দাম ৩০%+ পাম্প করেছে।



ফাইনালী DOGS লিস্টিং হয়ে গিয়েছে। আজকে আমার জন্য খুবই আনন্দের দিন, কারন আমি আজকে আমার জীবনে প্রথম কোন এয়ারড্রপ থেকে পেমেন্ট পেলাম। আমি এয়াড্রপে কাজ করে পুরই হাপিয়ে গিয়েছিলাম। বর্তমানে প্রায় এয়ারড্রপ করা বাদ দিয়ে দিয়েছিলাম, কিন্তু Dogs এ কয়েকদিন লগিন করেছিলাম Dogs আমাদের পেমেন্ট করে দিয়েছে।
হ্যাঁ ডগস লিস্টিং হয়েছে ঠিক কিন্তু আশানুরূপ দাম নেই। তারপরও প্রাথমিক অবস্থায় উত্তেজনার বসে মাত্র 31 ডলার বিক্রি করে দিয়েছি এটা আমার এই বছরের কোন এয়ার্ড্রপ থেকে প্রথম ইনকাম। Grin টন কয়েন এরপর হয়তো ডগস দ্বিতীয় সাকসেসফুল এয়ার ড্রপ। কিছু কয়েন এখনো হোল্ডিং এ রেখেছি দাম বৃদ্ধি পাবে এই আশায় তবে মার্কেট প্রতিনিয়ত লক্ষ্য করছি কিন্তু উঠছে না। বর্তমান এই কয়েনের মার্কেট প্রাইস হল $০.০০১২৫১৩
Dogs নিয়ে অনেক হাইপ ছিলো আর এটার প্রচুর ট্রানজেকশনের কারনে এখন পর্যন্ত TON চেইন স্বাভাবিক হয়নি। এখনো প্রচুর ব্যাস্ত রয়েছে নেটওয়ার্কটি। তবে এটা সবাইকেই ভালো প্রফিট দিয়েছে। পরবর্তী ভালো প্রজেক্ট হতে যাচ্ছে Blum & Major সবাই এটাই বলতেছে। তাই এই দুইটা সবাই করে রাখতে পারেন।