রাশিয়ার পুতিন দেখলাম তার মুক্তির জন্য জোর সুপারিশ করেছে একটা বিষয় বুঝলাম না এরকম একটা রত্ন কে কিভাবে একটি দেশ বিতাড়িত করতে পারে। আমার মনে হয় অন্যরকম একটি রাজনৈতিক প্রতিহিংসা কাজ করেছে এখানে।
এটা কি রাজনৈতিক প্রতিহিংসা নাকি তার অপরাধ মূলক কার্যক্রমের জন্য গ্রেপ্তার করা হয়েছে। টেলিগ্রামের সিও পাভেল দুরভকে ফরাসি পুলিশরা গ্রেপ্তার করার পর উল্লেখ করা হয়েছিল যে তার প্লাটফর্মে শিশুপর্ণো, ড্রাগস তথা মাদক এবং মানিলন্ডারিং এর জন্য অভিযোগ রয়েছে। যার জন্য সে বিভিন্ন দেশে ঘুরে বেড়ালেও অবশেষে তাকে ফ্রান্সে থেকে গ্রেপ্তার করা হয়।
পাভেল দুরভক ছারা পেয়েছে এই নিউজটি কিছুক্ষণ আগে আমি পেয়েছি। তিনি নির্দোষ প্রমাণিত হয় এবং ফরাসি পুলিশ তাকে ছেড়ে দেয়। তার জন্য অনেকেই সুপারিশ করেছে এর মধ্যে Elon Musk কেউ দেখেছি। যাইহোক তার ছাড়া পাওয়ার নিউজটি নতুন লিস্ট হওয়া Dogs এর উপর পজেটিভ প্রভাব পড়তে পাড়ে যদিও Meme কয়েন নিয়ে কোনো বিশ্বাস নেই। meme কয়েন হলো আবহাওয়ার মতো কখন কি হয় বলা যায় না। তবে আজকে দেখলাম Dogs এর দাম ৩০%+ পাম্প করেছে।
আমার মনে হয় এই ছাড়া পাওয়ার কোন মূল্য নেই কেননা টেলিগ্রামের সিইও পাভেল দুরভকে ফ্রান্সের পুলিশ হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়েছে ঠিকই কিন্তু তাকে ফ্রান্স ছেড়ে যাওয়ার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া পাভেল দুরভ ফ্রান্স ছেড়ে যেতে পারবেনা এমনকি কর্তৃপক্ষ মনে করছে যে তার বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ আছে যার জন্য তাকে পুলিশে হেফাজত থেকে মুক্তি দিলেউ বিচার বিভাগীয় তত্ত্বাবধানে রাখা হবে। এছাড়াও তাকে জামিনের জন্য ৫০ লাখ ইউরো এবং সপ্তাহে দুইবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।